উত্তরাধিকার সম্পত্তি পরিদর্শনে খুলনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

খুলনা ব্যুরো, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০২৩, ২১:১১

উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি পরিদর্শনে আগামীকাল শুক্রবার (৬ জানুয়ারি) স্বল্প সময়ের জন্য খুলনায় দিঘলিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

তার সঙ্গে পরিবারের অন্যান্য সদস্যরাও যাবেন বলে জানিয়েছেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুল আলম।

এদিকে প্রধানমন্ত্রীর দিঘলিয়া সফরে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।

গত ৩ জানুয়ারি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা দিঘলিয়ায় যান এবং স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন। ইতোমধ্যে এসএসএফসহ প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত সংস্থাগুলো তৎপরতা শুরু করেছে। দিঘলিয়া উপজেলার বিভিন্ন সড়কে নিরাপত্তা তল্লাশি জোরদার করা হয়েছে।

প্রধানমন্ত্রী সড়ক পথে গোপালগঞ্জ হয়ে দিঘলিয়া যাবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সর্বশেষ বুধবার দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেনের সঞ্চালন সভায় উপজেলা আওয়ামী লীগসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশ এগিয়ে যায়। দেশর উন্নয়নের জাদুকর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৬ জানুয়ারি দিঘলিয়াতে ব্যক্তিগত সফরে আসছেন বলে আমরা জানতে পেরেছি। এটা দিঘলিয়াবাসীর জন্য সৌভাগ্য।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন পাকিস্তান আমলে তার স্ত্রী বেগম ফজিলাতুন্নেছার নামে খুলনা জেলার ভৈরব নদীর পাড়ে ৪ বিঘা জমি কিনেছিলেন। বেগম ফজিলাতুন্নেছা মুজিবের মৃত্যুর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্পত্তির মালিক হন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবদ্দশায় এখানে পাটের গোডাউন ও এক কক্ষ বিশিষ্ট ঘর ছিল, যা তার ছোট ভাই শেখ আবু নাসের দেখাশোনা করতেন।

বর্তমানে পুরাতন গুদাম ঘর ভেঙে একটি আধুনিক গুদাম ঘর ও একটি গেস্ট হাউজ নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৭ সালে তার ব্যক্তিগত আইনজীবীর মাধ্যমে এ সম্পত্তির বিষয়ে অবগত হন এবং তারপর থেকে বিভিন্ন সময় তিনি পরিদর্শনে আসছেন বলে গুঞ্জন শোনা যায়। অবশেষে আগামী ৬ জানুয়ারি শেষ হচ্ছে দিঘলিয়াবাসীর অপেক্ষা।

(ঢাকাটাইমস/০৫জানুয়ারি/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

তাপদাহ: দিনাজপুরে নাবি টমেটোর বাম্পার ফলনেও কৃষকের মাথায় হাত

এক পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ২২ জন আহত, হাসপাতালে নেই ভ্যাকসিন

বাউফলে জেলেদের ভিজিএফের ৬ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগ

দেশের আলোচিত কিশোরী ইয়াসমিনের মা শরিফা বেগমের অস্বাভাবিক মৃত্যু!

তরুণীর প্রেমের জাল, ডিবি ও সাংবাদিক পরিচয়ে সর্বস্ব লুট: গ্রেপ্তার ৭

কৃষি ব্যাংকের সঙ্গে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্ত বাতিল দাবি

সুন্দরবনের গহিন অরণ্যে আগুন

লিবিয়ায় সালথার কলেজ শিক্ষার্থীর ওপর নির্যাতনের ঘটনায় দালালের স্ত্রী গ্রেপ্তার

শিবালয়ে আওয়ামী লীগের দুই চেয়ারম্যান প্রার্থীর দ্বন্দ্বে উত্তপ্ত ভোটের মাঠ

কোম্পানীগঞ্জে চেয়ারম্যান পদে চার প্রার্থী, আলোচনায় ওবায়দুল কাদেরের ভাই

এই বিভাগের সব খবর

শিরোনাম :