ঘন কুয়াশায় ১০ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌযান চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ১০ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। কুয়াশার তীব্রতা বেড়ে গেলে শনিবার রাত সাড়ে ১০টা থেকে রবিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত এই নৌপথে নৌযান চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক আলিম দাইয়্যান বলেন, ‘শনিবার সন্ধ্যা থেকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে রাত সাড়ে ১০টার দিকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৮টার দিকে ফেরি চলাচল শুরু হয়েছে।’
তিনি আরও বলেন, ‘দীর্ঘ ১০ ঘণ্টা ফেরি বন্ধ থাকায় ঘাটে প্রায় দুই শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। আশা করছি কিছুক্ষণের মধ্যে যানবাহনের চাপ কমে আসবে। বর্তমান এই নৌপথে ছোট-বড় ১৩টি ফেরি যানবাহন পারাপারে চলাচল করছে।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১৮ দিন ধরে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। প্রায় প্রতিদিন রাত থেকে পরদিন দিন অর্ধেক বেলা পর্যন্ত ফেরি বন্ধ থাকে। বিশেষ করে মাঝ নদীতে ফেরি আটকে পড়ায় তীব্র শীত ও কুয়াশায় দুর্ভোগ পোহাতে হয় যাত্রী ও যানবাহন চালকদের।দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে এই মৌসুমে ১৮ দিনে প্রায় ৯৪ ঘণ্টার মতো ফেরি চলাচল বন্ধ ছিল।
রবিবার সকাল ৭টায় দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে দেখা যায়, কুয়াশায় ফেরি বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় আটকা পড়েছে প্রায় কয়েকশ’ ছোট-বড় যানবাহন। তাদের মধ্যে পণ্যবাহী ট্রাক বেশি। দীর্ঘক্ষণ ঘাটে অপেক্ষা করায় চরম দুর্ভোগে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা।
ঢাকাটাইমস/৮জানুয়ারি/এআর)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

যাত্রাবাড়ীতে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

ক্যান্টনমেন্টে গঠিত দল গণতান্ত্রিক হয় না: শিক্ষামন্ত্রী

নোয়াখালীতে কৃষি জমিতে মাটি কাটায় অর্থদণ্ড

দিনাজপুরের চিরিরবন্দরে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

‘গ্রামে গঞ্জে মানুষের কাছে সরকারের উন্নয়ন তুলে ধরতে হবে’

গাজীপুরে আগুনে ক্ষতিগ্রস্ত বৃদ্ধাকে যুবলীগ নেতার ঘর উপহার

‘বাসন্তী মার্কা মিথ্যা প্রচারণায় আমরা যেন বঙ্গবন্ধু কন্যাকে না হারাই’

চুয়াডাঙ্গায় ট্রাক্টরচাপায় কৃষক নিহত

কুষ্টিয়ায় দুদকের মামলায় গ্রামীণ ব্যাংকের ৩ কর্মকর্তার কারাদণ্ড
