ব্লাডার ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী ঐন্দ্রিলার মা! লক্ষণ কী এ রোগের?

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ জানুয়ারি ২০২৩, ১১:১৭| আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১১:২৯
অ- অ+

গত নভেম্বরে ক্যানসারে মারা যান ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। সেই বিপর্যয় সামলে উঠতে না উঠতেই আরেক কঠিন চ্যালেঞ্জের মুখে শর্মা পরিবার। এবার ব্লাডার ক্যনাসারে আক্রান্ত হলেন ঐন্দ্রিলার মা শিখা শর্মা।

প্রথমবার বিয়ের আগে ক্যানসারে আক্রান্ত হলেও সেরে উঠেছিলেন শিখা। সম্প্রতি ছোট মেয়ে ঐন্দ্রিলা দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার পর তিনিও আবার এই কঠিন রোগের কবলে। ব্লাডার অর্থাৎ মূত্রথলিতে ক্যানসার ধরা পড়েছে তার। ইতোমধ্যে শুরু হয়েছে চিকিৎসা।

কী কী লক্ষণ দেখা দেয় এই ক্যানসারে? চলুন জেনে নেওয়া যাক-

প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া

ব্লাডার বা মূত্রথলিতে ক্যানসার হলে মূত্র থেকে তার ইঙ্গিত মিলতে পারে। বিশেষজ্ঞদের কথায়, প্রস্রাবে রক্ত থাকলে এর রঙ উজ্জ্বল লাল বা কালচে দেখতে হয়ে যায়। এমন প্রস্রাব হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

অনেকসময় মূত্রে রক্তের উপস্থিতি চোখে না পড়লেও ল্যাবে নমুনা পরীক্ষা করার পর তা ধরা পড়ে।

বার বার প্রস্রাব হওয়া

ক্যানসার কোষ ব্লাডার জুড়ে ছড়িয়ে পড়লে ব্লাডারের স্থিতিস্থাপকতা নষ্ট হয়। এই কারণে বার বার প্রস্রাবের সমস্যা দেখা দেয়। এমন লক্ষণ বেশ কিছুদিন ধরে থাকলে দ্রুত চিকিৎসকের সঙ্গে কথা বলা জরুরি।

প্রস্রাবের সময় ব্যথা

ক্যানসার কোষ ধীরে ধীরে মূত্রথলি থেকে মূত্রনালিতেও ছড়িয়ে পড়তে পারে। এর ফলে মূত্রত্যাগের সময় প্রচন্ড ব্যথা হয়। দীর্ঘদিন ধরে এমন ব্যথা থাকলে তা অবহেলা করা মোটেই ঠিক নয়। এমন সমস্যায় যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনিং পরীক্ষা করিয়ে নেওয়া জরুরি।

কোমরে ব্যথা

উপরের লক্ষণগুলোর পাশাপাশি মূত্রথলির ক্যানসারে কোমরে ভীষণ ব্যথা হতে থাকে। প্রধানত মূত্রথলি থেকেই এই ব্যথা কোমরের দিকে ছড়িয়ে পড়ে। এমন ব্যথা ক্যানসারের প্রাথমিক ধাপেই দেখা দিতে পারে।

(ঢাকাটাইমস/০৯জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা বিভাগের ৫৬টি আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা
ইলন মাস্ক 'আমেরিকা পার্টি' গঠনের ঘোষণা দিলেন, ট্রাম্পের সঙ্গে সম্পর্কের ভাঙন
ভেষজ মহৌষধ আনারস কিডনির পাথর দূর করতে সিদ্ধহস্ত, ওজনও কমায় দ্রুত
খিলক্ষেতে কাভার্ডভ্যান চাপায় ২ পরিচ্ছন্নতা কর্মী নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা