শীতার্তদের পাশে স্বপ্নীল

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ০৯ জানুয়ারি ২০২৩, ১৯:০৭

বইছে শৈত্য প্রবাহ। শীতে কাঁপছে দেশ। চরম ভোগান্তি পোহাচ্ছেন সারা দেশের অসহায় শীতার্ত মানুষ। অসহায় দরিদ্র মানুষ বিশেষ করে শিশুদের ভোগান্তির শেষ নেই। মানুষ তো মানুষেরই জন্য। তাই এ সময়ে শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন দেশের সাহিত্য সামাজিক সংগঠন স্বপ্নীল।

প্রতি বছরের মতো এবারও দেশের বিভিন্ন স্থানে অসহায় শীতার্ত মানুষের মাঝে ১ ডিসেম্বর থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ কাযর্ক্রম শুরু করে এই স্বপ্নীল। তারাই ধারাবাহিকতায় গত এক সপ্তাহ ধরে রাজধানীতে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় আবারও শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে রবিবার (৯ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে রাজধানীর মালিবাগে বাংলাদেশ ওয়েব-এর কেন্দ্রীয় কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সভাপতি বক্তব্যে স্বপ্নীলের চেয়ারম্যান মন্জুরুল আলম টিপু বলেন, স্বপ্নীল একটি সাহিত্য সামাজিক সংগঠন। আমরা সারা বছর বিভিন্ন অসহায় পথশিশু হতদরিদ্র দিনমজুর মানুষের মাঝে ঈদ উপহারসহ বিভিন্ন সময় বিভিন্ন উপলক্ষে স্বপ্নীল মানব সেবায় এগিয়ে আসে। সাধ্য অনুযায়ী নিজ এলাকার অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সোলায়মান, স্বপ্নীলের মহাসচিব সঙ্গীতশিল্পী রবিন আহমেদ, নারী উদ্যোক্তা বাংলাদেশ ওয়েব-এর প্রতিষ্ঠাতা সভাপতি রুপা আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম, মো. নুরুল কাদের, ইসতিয়াক ইসলাম, মো. মিল্টন, রহিম ফরাজী, নুরুল আলম, ঢাকার বার্তার সম্পাদক মাসুদ রানা, সাংবাদিক মো. মুক্তার প্রমুখ।–বিজ্ঞপ্তি

(ঢাকাটাইমস/০৯জানুয়ারি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :