নড়াইলে বালুবোঝাই ট্রলার ডুবে শ্রমিকের মৃত্যু

নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতি নদীতে বালুবোঝাই ট্রালার ডুবে নাজমুল মৃধা (৩৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নাজমুল কালিয়া উপজেলার নোয়াগ্রামের আকবর মৃধার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানান, মঙ্গলবার ভোরে লোহাগড়ার বেলটিয়া এলাকায় মধুমতি নদীতে বালুবোঝাই ট্রলারকে আরেকটি ট্রলার ধাক্কা দেয়। এতে ওই ট্রলারের তলা ফেটে পানি উঠতে থাকে। এ সময় তিন শ্রমিক সাতার কেটে উপরে উঠলেও নাজমুল নিখোঁজ হয়। দুপুরে মধুমতির তেঁতুলিয়াঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
লোহাগড়া থানার ওসি নাসির উদ্দিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এআর)

মন্তব্য করুন