রোহিঙ্গা ক্যাম্পে আরসা কমান্ডারসহ ৫ সদস্য গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৩, ০১:৩১

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘আরসা’র গ্রুপ কমান্ডারসহ সক্রিয় পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় গোপন সংবাদে উখিয়া থানার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করেছে র‌্যাব, এপিবিএন ও জেলা পুলিশ।

গ্রেপ্তাররা হত্যা ও পুলিশ লাঞ্ছনা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।

গ্রেপ্তাররা হলেন- ডা. রফিক (৫৪), মোহাম্মদ রফিক (২০), মোহাম্মদ রফিক (২১), নুরুল আমিন (৩৪) ও খায়রুল আমিন (৩২)।

সূত্র জানায়, গ্রেপ্তার আসামি ডা. রফিক এআরএসএর একজন সক্রিয় গ্রুপ কমান্ডার এবং এআরএসএ আহত সদস্যদের চিকিৎসা ও ওষুধ সরবরাহ করত। তাছাড়াও ডা. রফিক ক্যাম্পে শাহাব উদ্দিন হত্যার অন্যতম প্রধান আসামি। গ্রেপ্তারদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তার আসামিদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/৩০জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :