‘স্ত্রী নির্যাতন’

ক্রিকেটার আল-আমিনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৪৭ | প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৪৪

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল-আমিন হোসেনের বিরুদ্ধে স্ত্রী ইসরাত জাহানের যৌতুক ও নির্যাতনের মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার পরিদর্শক সোহেল রানা এ অভিযোগপত্র দাখিল করেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ অভিযোগপত্র দেখেছেন মর্মে স্বাক্ষর করে মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানোর ব্যবস্থা গ্রহণের আদেশ দিয়েছেন।

এদিন শুনানিকালে আল-আমিন আদালতে উপস্থিত ছিলেন।

গত বছর ১ সেপ্টেম্বর স্ত্রী ইসরাত জাহানের লিখিত অভিযোগের ভিত্তিতে গত ২ সেপ্টেম্বর মামলা আকারে নথিভুক্ত করে মিরপুর মডেল থানা।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১২ সালের ২৬ ডিসেম্বর ইসলামী শরিয়া মোতাবেক ইসরাত জাহান ও আল-আমিন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দুটি পুত্র সন্তান রয়েছে। বড় ছেলে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে ইংরেজি ভার্সনে কেজিতে পড়ালেখা করছে। বেশ কিছুদিন ধরে আল-আমিন স্ত্রী ও সন্তানদের ভরণপোষণ দিচ্ছিলেন না এবং খোঁজ না নিয়ে এড়িয়ে চলেন।

গত ২৫ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে আল আমিন বাসায় এসে স্ত্রীর কাছে যৌতুকের জন্য ২০ লাখ টাকা দাবি করেন। ইসরাত জাহান টাকা দিতে অস্বীকার করলে আল-আমিন তাকে এলোপাতাড়ি কিল ঘুষিসহ লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। সংসার করবেন না বলে জানান। ইসরাত জাহান ৯৯৯-এ টেলিফোন করে সাহায্য চাইলে পুলিশ এসে তাকে উদ্ধার করে। সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন ইসরাত জাহান।

(ঢাকাটাইমস/০২ফেব্রুয়ারি/জেডআর/এফএ)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

নওগাঁয় র‌্যাব হেফাজতে নারীর মৃত্যু: পোস্টমর্টেম রিপোর্ট তলব হাইকোর্টের

সেই প্রযোজকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে শাকিব খানের মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

রিজেন্ট সাহেদের জামিনের বিরুদ্ধে লিভ টু আপিলের আদেশ মঙ্গলবার

ডাচ্-বাংলা ব্যাংকের টাকা ছিনতাই: ‘মূল পরিকল্পনাকারীর’ দায় স্বীকার

রাষ্ট্রের মালিক জনগণ তারা যেন আদালতে এসে বিচার থেকে বঞ্চিত না হয়: প্রধান বিচারপতি

পুলিশ পরিদর্শক হত্যা: আরাভ খানসহ আটজনের বিরুদ্ধে বাদীর সাক্ষ্য

রাষ্ট্রপতি নির্বাচন: রিটকারীদের আবেদন চেম্বারেও খারিজ

মেজর মান্নানসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বিএনপিপন্থী ১৩ আইনজীবীর আগাম জামিন

প্রতারণা মামলায় হেলেনা জাহাঙ্গীরসহ ৫ জনের ২ বছরের কারাদণ্ড

এই বিভাগের সব খবর

শিরোনাম :