যাত্রাবাড়ীতে বাস-ট্রাকের মাঝে পড়ে প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৫৬
অ- অ+

রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পার হতে গিয়ে বাস-ট্রাকের মাঝে পড়ে নিহত হারিয়েছেন মো. রাকিব বেপারী (২৮) নামে এক যুবক।

সোমবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাকিবকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু ওয়াহিদুল মৃধা বলেন, ‘আমারা খবর পেয়ে যাত্রাবাড়ী থানার সামনে গিয়ে জানতে পারি রাকিব তার কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে যাত্রাবাড়ী থানার সামনে রাস্তা পারাপারের সময় ট্রাক ও বাসের চাপায় গুরুতর আহত হয়। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে যাই। পরে চিকিৎসক রাতে তাকে মৃত্যু ঘোষণা করেন।’

তিনি বলেন, ‘রাকিব শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোখলেস ব্যাপারির ছেলে। তিনি যাত্রাবাড়ী এলাকায় থাকতেন। পেশায় তিনি ফার্নিচার মিস্ত্রি ছিলেন।’

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’

(ঢাকাটাইমস/৭ফেব্রুয়ারি/এলএম/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের তহবিল ঘাটতি মোকাবিলার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
জুলাই আন্দোলনের স্পিরিট ধরে রাখতে হবে: ড. মঈন খান
সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ জায়গায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে: আসিফ মাহমুদ 
আ.লীগ সরকারের করা বন্দি বিনিময় চুক্তিতেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব: দুদক চেয়ারম্যান 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা