অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় হত্যা, বিদ্যালয়ের নৈশপ্রহরীসহ দুজনের যাবজ্জীবন

ফরিদপুরে অবৈধ সম্পর্ক দেখে ফেলায় ইজিবাইক চালক বেলায়েত মোল্লাকে (৪০) হত্যার ঘটনায় অভিযুক্ত করে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরীসহ দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ওই দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানা অনাদায়ে ওই দুই ব্যক্তিকে ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
ফরিদপুরের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. মতিয়ার রহমান মঙ্গলবার (৭ ফেব্ব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ আদেশ দেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ওই দুই ব্যক্তি হলেন- ভাঙ্গার মাঝারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামের সেন্টু শেখ (৩৭) ও তার বন্ধু একই গ্রামের লুৎফর হাওলাদার ওরফে কালা (৩৬)।
রায় প্রদানের সময় সেন্টু শেখ আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণার পর তাকে পুলিশ প্রহরায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। অপর আসামি লুৎফর প্রথমে গ্রেপ্তার হয়েছিলেন। পরে জামিন নিয়ে পলাতক হন।
আদালত সূত্রে জানা যায়, নিহত ইজিবাইক চালক মাঝারদিয়া গ্রামের বেলায়েত মোল্লা ২০১৭ সালের ৬ মে বিকাল ৫টার দিকে চা পান করতে বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফিরে আসেননি। পরদিন ৭ মে তার মৃতদেহ বাড়ি থেকে আনুমানিত ২০০ মিটার দূরে জনৈক মুন্নুর বাড়ির পাশে একটি বাঁশ ঝোপের পাশে একটি ডুমুর গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ওই দিন মৃতের স্ত্রী পাখী বেগম (৩৬) বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) পীযূষকান্দি হালদার ২০১৭ সালের ৫ ডিসেম্বর এ হত্যার ঘটনায় সেন্টু, লুৎফর, মো. স্বপন তালুকদার ও মো. কাইয়ুমকে আভিযুক্তক করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
অভিযোগপত্রে বলা হয় সেন্টু ও লুৎফর স্থানীয় একটি নারীর সাথে অবৈধ কর্মকান্ড দেখে ফেলে ইজিবাইক চালক বেলায়েত। প্রথমে তারা বেলায়েতকে এ ঘটনা এলাকায় ফাঁস না করার জন্য অনুরোধ জানান। বেলায়েত এ অনুরোধ উপেক্ষা করলে তারা বেলায়েতকে হত্যা করে একটি গামছা দিয়ে ডুমুর গাছের সঙ্গে মৃতদেহটি ঝুলিয়ে রাখে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এ মামলার রাষ্ট্রপক্ষের কৌশলী (সহকারি পিপি) গোলাম হোসেন জানান, আদালত হত্যার দায় সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সেন্টু ও লুৎফরকে সশ্রম যাবজ্জীবন কারাদন্ড দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর দুই আসামি স্বপন ও কাইয়ুমকে বেকসুর খালাস দেন আদালত।
(ঢাকাটাইমস/৭ফেব্রুয়ারি/এসএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

আলফাডাঙ্গায় অভিনব পদ্ধতিতে স্বর্ণ প্রতারণা: অভিযুক্ত চারজন গ্রেপ্তার, অলঙ্কার উদ্ধার

দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল মোটরসাইকেল চালকের, বাসে আগুন

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বগুড়ায় এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু

নারায়ণগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বাহুবলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

পানিসম্পদ উপমন্ত্রীর পক্ষে নড়িয়া-সখিপুরে খেজুর বিতরণ

‘আ.লীগের প্রতিটি উন্নয়নে দুর্নীতি রয়েছে’

কালিয়াকৈরে পিকনিক স্পটে অশ্লীলতা বন্ধের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ
