প্রথমার্ধেই ভুটানের জালে বাংলাদেশের মেয়েদের দুই গোল

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৩১ | প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২০:২২

নারী অনূর্ধ্ব-২০ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচের প্রথমার্ধেই ভুটানের জালে দুই গোল দিল বাংলাদেশের মেয়েরা। ফলে ২-০ গোল ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্বাগতিকরা।

ফাইনালে উঠতে ড্রই যথেষ্ট- এমন সমীকরণকে সামনে রেখে ভুটানের বিপক্ষে খেলতে নামে স্বাগতিক বাংলাদেশ নারী দল। তবে শুরু থেকেই দেখে মনে জয় ড্র নয়, যেন জয়ের লক্ষ্যেই খেলতে নেমেছেন বাংলাদেশের মেয়েরা। ম্যাচের শুরু থেকেই চালাতে থাকে একের পর এক আক্রমণ।

সেই সুবাদে ম্যাচের ২১তম মিনিটেই এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিত্বকারীরা। মাঠের ডানপ্রান্ত থেকে বল নিয়ে খানিকটা এগিয়ে যান শামসুন্নাহার জুনিয়র। এরপর বাড়িয়ে দেন সতীর্থ আকলিমাকে। ডি-বক্সের ভেতরে একজনকে কাটিয়ে বল পাঠিয়ে দেন ভুটানের জালে।

এর ঠিক নয় মিনিট পর কর্নার কিক থেকে আসা বল হেড করে ব্যবধান দ্বিগুণ করেন শামসুন্নাহার। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল।

(ঢাকাটাইমস/০৭ফেব্রুয়ারি/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :