দেশের জন্য পিএসএলকে তাসকিনের ‘না’

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫২

পাকিস্তান সুপার লিগে(পিএসএল) মুলতান সুলতানের জার্সিগায়ে খেলার সুযোগ পেয়েছিলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। কিন্তু আসন্ন ইংল্যান্ড সফরের প্রস্তুতির জন্য পিএসএলকে না করে দিলেন এই ডানহাতি পেসার।

শনিবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাসকিন বলেন, ‘এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সিরিজ। যদি কয়েক ম্যাচের জন্য যদি প্রস্তাব আসে, কয়েক ম্যাচের জন্য গিয়ে যদি এই খেলা মিস করি সেটা খারাপ দেখাবে। যেহেতু আমার একটা নিগেল ছিল, ইনজুরি থেকে (সেরে) উঠছি। আমার পুরোপুরি ফিট হওয়াটা গুরুত্বপূর্ণ।'

এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন তাসকিন। সে প্রসঙ্গে তিনি বলেন, 'সেবার বোর্ড আমাকে সম্মানি দিয়েছিল। সে বিষয়ে আমার কোনো আক্ষেপ নেই। দেশের খেলাটাই মুখ্য। এখানে ফর্ম ধরে রাখতে পারলে আরও সুযোগ আসবে।’

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :