সিরিজ সমতায় ফিরতে শুক্রবার নামছে টাইগাররা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০২ মার্চ ২০২৩, ১৯:৫৫

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ দল। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ সমতায় ফিরতে চায় টাইগাররা। সেই লক্ষ্যে আগামীকাল শুক্রবার ইংলিশদের মুখোমুখি হচ্ছে তামিম ইকবাল বাহিনী। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়।

প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই ছিল বাংলাদেশের। কিন্তু নাজমুল হোসেন শান্ত ছাড়া ব্যাট হাতে সুবিধা করতে পারেননি ব্যাটাররা। সবকটি উইকেট হারিয়ে থেমেছে মাত্র ২০৯ রানে। এরপরও তাইজুল-মিরাজ-সাকিবদের ঘূর্ণিতে জয়ের স্বপ্ন দেখে দল। কিন্তু ডেভিড মালানের দুর্দান্ত সেঞ্চুরিতে ৩ উইকেটে জয় পায় সফরকারীরা।

ঘরের মাঠে টানা সাত সিরিজে অপরাজিত রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তাই সেই ধারা অব্যাহত রাখতে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের। এর আগে ২০১৬ সালে এই ইংল্যান্ডের কাছেই ঘরের মাঠে সর্বশেষ দ্বিপাক্ষীক সিরিজে হারের তেতো স্বাদ পেয়েছিলো বাংলাদেশ। এরপর টানা সাতটি ওয়ানডে সিরিজে জয় পায় টাইগাররা।

২০১৫ সালের পর মিরপুরে নিজেদের দূর্গে ইংল্যান্ডের কাছে হার বাংলাদেশের জন্য বড় ধাক্কা। জানা আছে, চট্টগ্রামের উইকেট ফ্লাট থাকবে যা ইংল্যান্ডের শক্তি। এজন্য প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ ছিলো। এখন যদি সিরিজে সমতা আনতে পারে তাহলেও ঘরের মাঠে সিরিজ জয়ের ধারা অব্যাহত রাখতে পারে কি-না সেটি বড় চিন্তার বিষয়।

একদিনের ক্রিকেটে এখন পর্যন্ত পরস্পরের বিপক্ষে মোট ২২টি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ-ইংল্যান্ড। স্বাভাবিকভাবেই জয়ের পাল্লাটা ইংলিশদেরই ভারি। তারা জিতেছে মোট ১৮টি ম্যাচে। অন্যদিকে বাংলাদেশে জয়ের দেখা পেয়েছে চারটিতে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ :

তামিম ইকবাল খান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ:

জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, জোফরা আর্চার, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিচ টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস ও মার্ক উড।

(ঢাকাটাইমস/০২মার্চ/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :