মোহামেডানের সঙ্গে সাকিব-আশরাফুলের চুক্তি

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ মার্চ ২০২৩, ১৮:৪৫
অ- অ+

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের এবারের আসরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। শনিবার সকালে সিসিডিএম কার্যালয়ে মোহামেডানের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন তিনি। একই দলের হয়ে খেলবেন মোহাম্মদ আশরাফুলও।

চলতি সময়ে নানা কারণে ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। তাইতো অনলাইনে চুক্তি করার সুযোগ করা হয়েছে। সেই সুযোগ লুফে নিয়েছেন বেশিক্ষণ ক্রিকেটার। কিন্তু অনলাইনে নয়। সশরীরে এসেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে চুক্তি করেছেন সাকিব।

এর আগে মোহামেডানের হয়ে পরিচালক এজিএম সাব্বির বলেছিলেন, ‘সাকিব আল হাসান ঢাকা প্রিমিয়ার লিগের ২০২৩ মৌসুমে মোহামেডানের হয়ে খেলবেন। অন্য কোনো ক্লাবের ওয়েবসাইটে যদি কোনো ছবি দেখা যায়, অথবা কেউ যদি দাবি করে থাকে যে সাকিব অন্য ক্লাবে খেলবেন, তাহলে সেটা সত্য খবর নয়।’

উল্লেখ্য, এ মাসের ২ তারিখ থেকে দল-বদল শুরু হয়। আর আজকে ছিল শেষ দিন। প্রথম দিন শেখ জামাল ধানমন্ডি ক্লাব থেকে ইমরুল কায়েস ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব থেকে মাহিদুল ইসলাম অঙ্কনকে দলে ভেড়ায় তারা। আজ নাম লেখালেন সাকিব ও আশরাফুল।

(ঢাকাটাইমস/০৪মার্চ/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঘাটাইলে অটোরিকশার ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত
গেজেট পাওয়ার পর আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত: সিইসি
যৌতুকের মিথ্যা মামলা: ফেঁসে গেলেন অভিযোগকারী নারী
রোম্যান্টিক সিন করতে গিয়ে আমার মাড়ি কেটে যায়: ঈশানী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা