আল্লাহ সবাইকে হেফাজত করুন, সুলতান’স ডাইন ইস্যুতে ওমর সানি

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ মার্চ ২০২৩, ১৮:১৩| আপডেট : ১০ মার্চ ২০২৩, ১৮:২৭
অ- অ+

বিভিন্ন ইস্যুতে ব্যক্তিগত সোশ্যাল হ্যান্ডেলে নিজের মতামত তুলে ধরেন ঢাকাই সিনেমার নব্বইয়ের দশকের নায়ক ওমর সানী। সম্প্রতি রাজধানীর সুলতান’স ডাইন নামের একটি রেস্তোরাঁর বিরুদ্ধে কাচ্চি বিরিয়ানিতে খাসির মাংসের বদলে অন্য প্রাণীর মাংস দেওয়ার অভিযোগে দেশজুড়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। এবার সেই সুলতান’স ডাইন ইস্যু নিয়েও কথা বলছেন তিনি।

বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘সুলতান ডাইন, একটি প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট। সম্প্রতি একটি স্ক্যান্ডাল হয়েছে যে বিড়াল, কুকুরের মাংস তারা ব্যবহার করছে। সেই প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে আমার কোনো পরিচয় নেই, আমি কখনও যাইনি। কিন্তু তাদের খাবার খেয়েছি। এটুকু বলতে পারি একজন মালিক কখনও এই ধরনের কর্মকাণ্ড করতে পারে না।’

তিনি আরও লিখেন, ‘আমি মনে করি একটা ষড়যন্ত্রের বেড়াজালে সুলতান’স ডাইন। এই ধরনের হেনস্তাকারী চিহ্নিত হয়েছে বাংলার মাটিতে অজস্র বার। আমি কারও সাপোর্ট করব না। সত্যের পক্ষে আছি আর মিথ্যের বিপক্ষে, আল্লাহ হেফাজত করুন সবাইকে।’

প্রসঙ্গত, গত বুধবার (৮ মার্চ) দুপুরের পর থেকে এ নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল হইচই পড়ে যায়। এর প্রেক্ষিতে সরকারি সংস্থা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রেস্তোরাঁতে অভিযানও চালায়। পরে সুলতান’স ডাইনকে এ বিষয়ে ব্যাখ্য দিতে অধিদপ্তরে ডাকা হয়।

(ঢাকাটাইমস/১০মার্চ/এলএম/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা