ট্রাকের ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
 | প্রকাশিত : ১৪ মার্চ ২০২৩, ১২:৩৫

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে ড্রিস্ট্রিক ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। সিএনজি চালক সহ দুজন গুরুত্ব আহত।

নিহতরা হলেন, চট্টগ্রাম জেলার আনোয়ার থানার শিলাইগুরা গ্রামের আবুল কালামের ছেলে নাসির আহমেদ ও জগন্নাথপুর থানা জামালপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে হাদিউল ইসলাম কালাম (৩৫)। দুজনই সিএনজির যাত্রী।

আহতরা হলেন, জেলার শান্তিগঞ্জ এসিল্যান্ড অফিসে কর্মরত মোহাম্মদ মিজান ও সিএনজি চালক। তাদের সিলেট পাঠানো হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় জেলার নতুন জেলখানা সংলগ্ন হালুয়ারগাও এলাকায় দুর্ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শী তাজুল হক ও শফিকুল ইসলাম জানান, আমরা কাজ করতে ওই এলাকায় টমটম দিয়ে হালুয়ারগাও যাওয়ার সময় পেছনে একটি শব্দ শুনে তাকিয়ে দেখি ড্রিস্ট্রিক ট্রাক ও সিএনজি সংঘর্ষ হয়েছে। ট্রাক সিলেটের উদ্দেশে ও সিএনজি সুনামগঞ্জের দিকে আসছিল। ট্রাক সিএনজিকে পিশে দিয়েছে। সঙ্গে সঙ্গে আমরা দুজন নেমে আহতদের উদ্ধার করে সিএনজি দিয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাই । পরে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। ঘটনার পরপর ট্রাক চালক পালিয়ে যায়। ঘাতক ট্রাক আটক করেছে জনতা।

সদর হাসপাতালে চিকিৎসা ডা. হাবিব রহমান জানান, দুজন হাসপাতালে আসার আগেই মারা গেছে। বাকি দুজনের অবস্থা আশংকাজনক। তাদের সিলেট রেফার করা হয়েছে।

সুনামগঞ্জ সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, সকালে জগন্নাথপুর থেকে সুনামগঞ্জের উদ্দেশে আসা অটোরিকশাটি হালুয়ারগাঁও আসলে একটি মালবাহী ট্রাক এটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন দুজন। তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ওসি আরও জানান, ট্রাকের চালককে আটক করা হয়েছে। ট্রাক ও অটোরিকশা জব্দ করেছে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/১৪মার্চ/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

কৃষি ব্যাংকের সঙ্গে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্ত বাতিল দাবি

সুন্দরবনের গহিন অরণ্যে আগুন

লিবিয়ায় সালথার কলেজ শিক্ষার্থীর ওপর নির্যাতনের ঘটনায় দালালের স্ত্রী গ্রেপ্তার

শিবালয়ে আওয়ামী লীগের দুই চেয়ারম্যান প্রার্থীর দ্বন্দ্বে উত্তপ্ত ভোটের মাঠ

কোম্পানীগঞ্জে চেয়ারম্যান পদে চার প্রার্থী, আলোচনায় ওবায়দুল কাদেরের ভাই

জাতীয় শিক্ষা সপ্তাহে চার ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন আলফাডাঙ্গা আদর্শ কলেজের

ডোমারে বিএনপির ভোট বর্জনের ডাক 

ঢাকা-ভাঙ্গা-রাজবাড়ী রুটে দুই কমিউটার ট্রেন উদ্বোধন

চুয়াডাঙ্গায় দশ কেজি গাঁজাসহ দুই  মাদককারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে বস্তাবন্দি স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় এখনো মামলা হয়নি

এই বিভাগের সব খবর

শিরোনাম :