মাদক কারবারি স্বামীকে আলমারির ভেতর লুকিয়েও রক্ষা হলো না

হবিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ মার্চ ২০২৩, ১৮:১৯

জেলার চুনারুঘাট উপজেলার পনারগাও এলাকার শীর্ষ মাদক কারবারি আব্দুর রউফকে দীর্ঘদিন ধরে খুঁজছিল পুলিশ। অভিযোগ মাদক মামলায় ওয়ারেন্ট। পুলিশের চোখ ফাঁকি দিয়ে বহাল তবিয়তে ছিলেন আব্দুর রউফ। তার বিরুদ্ধে মাদক মামলাসহ প্রায় দুই ডজন মামলা। সদ্য তার নামে চুনারুঘাট থানায় ৩টি ওয়ারেন্ট। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে চুনারুঘাট থানার এসআই লিটন রায়ের নেতৃত্বে একদল পুলিশ আব্দুর রউফের বাড়িতে পুলিশ হাজির। টের পেয়ে উপস্থিত বুদ্ধি বের করলেন আব্দুর রউফ এর স্ত্রী। গ্রেপ্তার এড়াতে ঘরে থাকা আলমারির ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখেন আব্দুর রউফকে। তবে শেষ রক্ষা হয়নি তার। অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন তিনি।

চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের পনারগাও গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আব্দুর রউফ ওই গ্রামের আব্দুস ছত্তারের ছেলে। গত ১৬ মার্চ কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে শনিবার (১৮ মার্চ) বিকালে চুনারুঘাট থানার ওসি মো. রাশেদুল হক বলেন, গ্রেপ্তার এড়াতে আলমারির ভেতরে বিশেষ কায়দা লুকিয়ে পড়েন আব্দুর রউফ । পরে পুলিশ তল্লাশি করে তাকে গ্রেপ্তার করে।

তিনি আরো বলেন, আব্দুর রউফের বিরুদ্ধে চুনারুঘাট থানায় ১৭টি মামলা ৩টি ওয়ারেন্ট রয়েছে। এছাড়াও দেশের সুনামগঞ্জ বি-বাড়ীয়া, মৌলভীবাজারসহ বিভিন্ন থানায় ৩০টিরও বেশি চুরি ছিনতাই, ডাকাতির অভিযোগ রয়েছে। এর মধ্যে অনেক মামলা চলমান রয়েছে। মাদক ব্যবসার ব্যাপারে কোনো ছাড় নেই। চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

(ঢাকাটাইমস/১৮মার্চ/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :