রাজধানীতে মদসহ ২ চোরাকারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মার্চ ২০২৩, ১০:২৮
অ- অ+

রাজধানীর ভাটারা এবং গুলশান এলাকা থেকে দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-১। এ সময়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিদেশী মদ ও দেশীয় চোলাই মদ এবং একটি জিপ গাড়ি জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- মো. ইউনুস ও মো. মারুফ শিকদার।

বুধবার সকালে র‌্যাব-১ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে র‌্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানার বারিধারা এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে মো. ইউনুস নামের এক মাদক চোরাকারবারিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১২২ দশমিক ৪ লিটার দেশীয় চোলাই মদ ও নগদ ১২০ টাকা জব্দ করা হয়।

র‌্যাবের ভাষ্য, ওইদিন দুপুর সোয়া একটার দিকে র‌্যাব-১ এর অপর একটি দল গুলশান-১ নম্বর এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে মারুফ শিকদার নামের এক মাদক চোরাকারবারিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭৮ লিটার বিদেশী মদ এবং একটি জিপ গাড়ি জব্দ করা হয়।

আটককৃত মো. ইউনুস বরিশাল জেলার মো. হাফিজ উদ্দিন বালির ছেলে আর মো. মারুফ শিকদার যশোর জেলার বাদশা শিকদারের ছেলে।

(ঢাকাটাইমস/২২মার্চ/এএ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘জুলাই গণহত্যা’: শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
গভীর রাত হলেই পদ্মায় শুরু হয় বালু উত্তোলনের মহোৎসব
রক্তমাখা কুড়াল আর গোলাপ নিয়ে ফারিণের এ কেমন ‘ইনসাফ’
দিনাজপুরে সড়কে ২ মোটরসাইকেল আরোহী নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা