কিংসলের স্বপ্নপূরণের ম্যাচে বাংলাদেশের জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ মার্চ ২০২৩, ১৯:৪৮
অ- অ+

অবশেষে বাংলাদেশের জার্সিতে খেলার স্বপ্নপূরণ হলো নাইজেরিয়ান বংশোদ্ভুত এলিটা কিংসলের। তার স্বপ্নপূরণের ম্যাচে জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিত্বকারীরা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিশেসলের বিপক্ষে ১-০ গোল ব্যবধানে জিতেছে বাংলাদেশ। জয় নির্ধারণী একমাত্র গোলটি করেন দলীয় ডিফেন্ডার তারিক গাজী।

সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ম্যাচে শুরু থেকেই আধিপত্য রেখেছে স্বাগতিক বাংলাদেশ। ৩৩তম মিনিটেই গোলের দেখা পেয়ে যেতে পারত বাংলাদেশ। কিন্তু জামাল ভূঁইয়ার ক্রসে তপুর হেড গ্লাভস বন্দি করে সিশেলসের গোলরক্ষক।

অবশেষে ম্যাচের ৪২তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় কাবায়েরোর শিষ্যরা। এ সময় গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন ডিফেন্ডার তারিক গাজী। জামাল ভূঁইয়ার নেওয়া ফ্রি কিক থেকে আসা বল শঙ্কামুক্ত করেন শ্যাফি মোলে। কিন্তু বল পেয়ে যায় তারিক। দুর্দান্ত হেডে বল পাঠিয়ে দেন প্রতিপক্ষের জালে।

দ্বিতীয়ার্ধের খেলায় গোলের জন্য মরিয়া হয়ে উঠে সফরকারীরা। সুযোগও আসে। কিন্তু সমতাসূচক গোল করতে পারেনি দলটি। অন্যদিকে বাংলাদেশও আর গোল আদায় করতে পারেনি। ফলে ১-০ ব্যবধানে শেষ হয় ম্যাচ।

(ঢাকাটাইমস/২৫মার্চ/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা