২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতির দাবিতে প্যারিসে মানববন্ধন

ইকবাল মোহাম্মদ জাফর, ফ্রান্স প্রতিনিধি
  প্রকাশিত : ২৭ মার্চ ২০২৩, ১৪:১৬
অ- অ+

একাত্তরের ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ফ্রান্স শাখা। ২৫ মার্চ ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্ত্বরে এই মানববন্ধন হয়।

সংগঠনের ফ্রান্স শাখার আহ্বায়ক প্রকাশ রয়ের সভাপতিত্বে এবং অধ্যাপক অপু আলমের সঞ্চালনায় মানববন্ধনে ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ও সাংবাদিক নেতৃবৃন্দসহ সাধারণ ফরাসীরা অংশগ্রহণ করেন।

মানবন্ধনের বক্তব্য দেন এম এ কাশেম, দিলওয়ার হোসেন কয়েস, সুব্রত ভট্টাচার্য শুভ, এমদাদুল হক স্বপন, মোস্তফা হাসান, দেবেশ বড়ুয়া, শাহ আলম মায়া, মো. মুনির হোসেন, দেবেশ বড়ুয়া, ইমরান মাহমুদ, শাহ সুহেল, আব্দুল কাইয়ুম, মারুফ অমিত চৌধুরী সহ আরো অনেকে।

বক্তারা বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী একাত্তরের ২৫ মার্চ নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে রক্তের যে হোলি খেলায় মেতেছিল পৃথিবীর ইতিহাসে তা এক জগন্যতম অধ্যায়।

বক্তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে আরো বলেন, ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যার স্বীকৃতি দিতে হবে। এই দাবি আদায়ে প্রয়োজনে যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।

(ঢাকাটাইমস/২৭মার্চ/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষ, রেল যোগাযোগ বন্ধ
দেশের কোথাও ‘চরমোনাইকে’ মাহফিল করতে না দেওয়ার হুঁশিয়ারি ওলামা দলের
রাঙ্গুনিয়ায় শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
র‍্যাব সদর দপ্তরে আইনবিষয়ক সেমিনার ও এআই প্রশিক্ষণ অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা