নদীতে পড়ে নিহত শিশুর লাশ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ মার্চ ২০২৩, ১৬:২৬

দিনাজপুর পুর্নভবা নদী থেকে এক ভাসমান শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

দিনাজপুরের কাহারোল উপজেলায় গত ২৭ মার্চ নিখোঁজ ছয় বছরের শিশু রনি।

মঙ্গলবার সকালে পুনর্ভবা নদীতে ভাসমান অবস্থায় রনির মৃতদেহ উদ্ধার করা হয়। রনি (৬) কাহারোল উপজেলার চক মহরম গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।

কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন মুঠোফোনে প্রতিনিধিকে জানান, পরিবারের অসাবধানতার কারণে সোমবার দুপুরে শিশুটি বাড়ির পাশের পুনর্ভবা নদীতে পড়ে ডুবে গিয়েছিল। আজ (মঙ্গলবার) সকালে স্থানীয় লোকজন নদীতে ভাসমান অবস্হায় একটি শিশুর মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশের সহযোগিতায় স্থানীয়রা শিশুটির মৃতদেহ নদী থেকে উদ্ধার করে। তবে অভিভাবকদের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৮মার্চ/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :