রাজবাড়ীতে পাসপোর্টের উপ-সহকারী পরিচালককে সতর্ক করল দুদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ মার্চ ২০২৩, ১৮:০৪
অ- অ+

সেবা গ্রহীতাদের হয়রানি, অতিরিক্ত টাকা আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে রাজবাড়ীর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) প্রবীর বড়ুয়াকে সতর্ক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দুদক। এদিন ফরিদপুরের সমন্বিত জেলা দুদক কার্যালয়ের একটি দল এ অভিযান চালায়।

এসময় পাসপোর্ট অফিসের সেবার মান উন্নত করতে দুদকের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয় বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম রাজবাড়ীর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালায়। অভিযানে সেবা গ্রহীতাদের সঙ্গে কথা বলে অনিয়ম ও হয়রানির অভিযোগের সত্যতা পাওয়া যায়। পাসপোর্ট অফিসের সামনে আবেদন করিয়ে দেওয়ার কম্পিউটার দোকানের দালাল ও অফিসের কর্মচারীদের যোগসূত্রে সরকারি ফির অতিরিক্ত টাকা দিলে দ্রুত পাসপোর্ট পাওয়া যায় অন্যথায় ভোগান্তির শিকার হতে হয় বলেও অভিযোগ পাওয়া হয়।

পরে এসব অনিয়ম ও অভিযোগের বিষয়ে উপ-সহকারী পরিচালক প্রবীর বড়ুয়াকে সতর্ক করা হয়। আর সেবার মান উন্নত করতে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। তবে রেকর্ডপত্র পর্যালোচনা শেষে দুদকে পুর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে বলেও জানানো হয়।

(ঢাকাটাইমস/২৮মার্চ/এএ/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবি: শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ
পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় কর্মকর্তার মৃত্যু
বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী আর নেই
ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি পাকিস্তানের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা