সাশ্রয়ী মূল্যে বসুন্ধরা গ্রুপের নিত্যপণ্যের ‘ট্রাকসেল’ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১৬:৪১ | প্রকাশিত : ৩০ মার্চ ২০২৩, ১৩:০৬

পবিত্র রোজার মাসে ভোক্তাদের সুবিধার্থে কম মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করবে বসুন্ধরা গ্রুপ।

বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ানবাজারে টিসিবি ভবনের সামনে এ কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান।

উদ্বোধনকালে তিনি বলেন, ‘পবিত্র রমজান মাসে ভোক্তাদের সুবিধার কথা চিন্তা করে বসুন্ধরা গ্রুপের এ উদ্যোগকে স্বাগত জানাই। আমি আশা করবো বাংলাদেশে আরও যে বড় কোম্পানিগুলো আছে তারাও যেন এ কার্যক্রম চালু করে।’

সফিকুজ্জামান বলেন, দেশবন্ধু গ্রুপও ইতিমধ্যে এ মহতি উদ্যোগ নিয়েছে। মেঘনা এবং সিটি গ্রুপও শুরু করবে।’

ভোক্তার মহাপরিচালক বলেন, ‘এখানে ট্রাকের মাধ্যমে এসব পণ্য বিক্রি হওয়ায় নিম্ন আয়ের মানুষ এবং যারাই এখান থেকে কিনবে তারা কিছুটা স্বস্তিতে বাজার করতে পারবে।’

ট্রাকসেল কার্যক্রমে থাকা বসুন্ধরা গ্রুপের ব্র্যান্ড এক্সিকিউটিভ মাহমুদুল হাসান বলেন, ‘সারাদেশে আমাদের ১০টি ট্রাকে করে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।’

ট্রাকে করে পণ্য বিক্রির ক্ষেত্রে কোনো শ্রেণিবিন্যাস নেই উল্লেখ করে তিনি বলেন, ‘যে কেউ চাইলে এখান থেকে পণ্য কিনতে পারবেন। আমরা এখানে সাশ্রয়ী মিলগেট মূল্যে পণ্য বিক্রি করছি।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ এর পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারসহ বসুন্ধরা ফুড এন্ড বেভারেজের ঊর্ধ্বতন কর্মকর্তারা। একই সময়ে বাংলাদেশ সচিবালয়ের সামনে এই বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দাউদ ইসলাম, যুগ্ম সচিব মিয়াজুল ইসলাম উকিল, সহকারী নিয়ন্ত্রক রিফাত চৌধুরীসহ বসুন্ধরা ফুড এন্ড বেভারেজের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধান অথিতিরা বলেন, রমজান মাসে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার। আজ থেকে বসুন্ধরাও এই কর্যক্রমে সরকারের পাশে দাঁড়িয়েছে। বসুন্ধরার মতো অন্য বড় শিল্প গ্রুপগুলোও এগিয়ে এলে সাধারণ মানুষ উপকৃত হবে।

বসুন্ধরা ফুড ডিভিশন এর হেড অব সেলস রেদোয়ানুর রহমান বলেন, শুধু ব্যবসায়িক উদ্দেশ্য নয়, দেশ ও মানুষের কল্যাণের ব্রত নিয়ে সবসময় বসুন্ধরা গ্ৰুপ কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রয়ের মাধ্যমে ভোক্তা সাধারণের সেবায় এগিয়ে এসেছে বসুন্ধরা গ্রুপ। বছর জুড়েও এই কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা আছে বলে তিনি জানান।

(ঢাকাটাইমস/৩০মার্চ/এমএইচ/এফএ)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

সড়কে দুর্ঘটনা রোধ ও শৃঙ্খলা ফেরাতে বিআরটিএর অভিযান

লাইফ ইন্স্যুরেন্স শিল্পে জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার কাজিম উদ্দিন

জনতা ব্যাংকের ‘রায়ের বাজার শাখা’ নতুন ভবনে স্থানান্তর

নারী উদ্যোক্তাদের এবি ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সৌদি আরবের জেদ্দায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা

দিল্লি বিমানবন্দর দিয়ে বাংলাদেশি গার্মেন্টসের রপ্তানি, ভারতীয় ব্যবসায়ীদের আপত্তি

স্ট্যান্ডার্ড ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত

১০০ টাকার প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত, কে কোন পুরস্কার জিতল জানুন

একীভূতকরণে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত মানছে না ন্যাশনাল ও বেসিক ব্যাংক

পুনর্নিয়োগ পাওয়ায় বিএসইসি চেয়ারম্যানকে এবিবি প্রধানের শুভেচ্ছা

এই বিভাগের সব খবর

শিরোনাম :