নাঙ্গলকোটবাসীর ভ্রাতৃত্বের বন্ধন আজীবন অটুট থাকুক: নঈম নিজাম

জাতীয় প্রেস ক্লাবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা সমিতি, ঢাকার ইফতার ও দোয়া মাহফিল। শুক্রবার অনুষ্ঠিত এ মাহফিলে উপস্থিত ছিলেন সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জাকির হোসেন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও বিশিষ্ট ব্যক্তিবর্গসহ অনেকে।
অনুষ্ঠানে নাঙ্গলকোটবাসীর ভ্রাতৃত্বের বন্ধন সবার মাঝে আজীবন অটুট থাকার কামনা করেন নঈম নিজাম।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক বলেন, দলমত নির্বিশেষে আমরা নাঙ্গলকোটবাসী একত্রিত হতে পেরেছি এজন্য সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমরা নাঙ্গলকোটবাসী- এটাই হবে আমাদের স্লোগান। এখানে সর্বস্তরের মানুষের উপস্থিতি ইফতার মাহফিল উৎসব মুখর অনুষ্ঠানে পরিণত হয়েছে। নাঙ্গলকোটবাসীর ভ্রাতৃত্বের এই বন্ধন সবার মাঝে আজীবন অটুট থাকুক এই আহ্বান জানান তিনি।
ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যানজট এড়িয়ে প্রেস ক্লাব চত্বর নাঙ্গলকোটবাসীর উপস্থিতি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। ঢাকায় অনুষ্ঠিত এই ইফতার মাহফিল যেন একখণ্ড নাঙ্গলকোটবাসীর মিলনমেলায় পরিণত হয়।
নঈম নিজাম বলেন, আগামীতে সবাইকে একত্রিত করার জন্য নাঙ্গলকোট উৎসব করব। ওই উৎসবে আমরা একে অপরের সঙ্গে পরিচিত হব। কেউ যদি কোর্টে আইনজীবী হিসেবে থাকেন আইনি সহায়তার জন্য তার কাছে যাবে। আবার কেউ যদি পুলিশে থাকেন আইনি সেবা নিতে তার কাছে যাবো। ঢাকা মেডিকেলে ডাক্তার থাকলে স্বাস্থ্য সেবার জন্য তার কাছে যাবে। এইভাবে নাঙ্গলকোটবাসী সবাই একে অপরের সহযোগিতায় এগিয়ে আসবে। আমাদের অন্য কোন এজেন্ডা নেই, একটাই এজেন্ডা সবার সঙ্গে সবার দেখা হওয়া এবং এক সঙ্গে হওয়া।
সমিতির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূইয়া, সাবেক সচিব আব্দুল আউয়াল মজুমদার, বাংলাদেশ নৌ-বাহিনীর কমান্ডার ইয়াছিন মজুমদার, বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার হোসাইন ভূইয়া, পুলিশের অতিরিক্ত ডিআইজি (৯৯৯ জরুরি সেবা প্রধান) তবারক উল্ল্যাহ, নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আবু ইউসুফ, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, নাঙ্গলকোটের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহাজাহান মজুমদার, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেলসহ বর্তমান ও সাবেক জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ঢাকাটাইমস/০২এপ্রিল/ইএস

মন্তব্য করুন