‘ফর ইউ’ ফিড রিফ্রেশ করলেই টিকটকে মিলবে পছন্দ অনুযায়ী ভিডিও

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২৩, ১৬:১৬

জনপ্রিয় শর্ট-ভিডিও প্ল্যাটফর্ম টিকটক এর ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী কনটেন্ট রিকমেন্ড করতে একটি নতুন ফিচার চালু করেছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা টিকটকের ‘ফর ইউ’ ফিড রিফ্রেশ করতে পারবেন। রিকমেন্ড করা কোনো কনটেন্ট ব্যবহারকারীদের অপ্রাসঙ্গিক মনে হলে, ‘ফর ইউ’ ফিড রিফ্রেশ করে সেক্ষেত্রে নতুন কনটেন্ট দেখতে পারবেন।

কনটেন্ট ক্রিয়েটর, কমিউনিটি এবং প্রোডাক্ট– এমন প্রতিটি ক্ষেত্রেই প্লাটফর্মটি ভিন্নতা এনেছে এর ‘ফর ইউ’ ফিড ফিচারটির মাধ্যমে। তবে, অনেক সময় রিকমেন্ড করা কনটেন্ট বা ভিডিও ব্যবহারকারী ব্যক্তিদের কাছে অপ্রাসঙ্গিক বলে মনে হয়। অথবা কনটেন্টটি পছন্দ অনুযায়ীও হয় না। এই বিষয়টি ভেবেই এবার টিকটক ব্যবহারকারীদের জন্য ‘ফর ইউ’ ফিড রিফ্রেশ করার সুবিধাটি এনেছে, যা অ্যাপটিতে সাইনআপ করার সঙ্গে সঙ্গেই দেখা যায়।

এই ফিচারটির কারণে ব্যবহারকারীরা দেখানো কনটেন্টগুলোকে নানাভাবে নিয়ন্ত্রণ করতে পারবে। যেমন- হ্যাশট্যাগ বা বাক্য দিয়ে তৈরি করা ভিডিও ফর ইউ’ ফিডে ফিল্টার করা যাবে। ভবিষ্যতে ফিল্টার করা এই ভিডিও নির্মাতার কনটেন্ট বা ব্যবহৃত নির্দিষ্ট শব্দও এড়িয়ে যাওয়া যাবে।

প্ল্যাটফর্মটিকে সুরক্ষিত রাখতে টিকটক ক্রমাগত কাজ করে যাচ্ছে। টিকটকের এমন কিছু পদক্ষেপগুলো হল– টিকটকের নিয়মের সাথে সাংঘর্ষিক এমন কনটেন্ট অপসারণ, অনুপযুক্ত কনটেন্টকে ‘ফর ইউ’ ফিডের জন্য অযোগ্য করা, নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন কনটেন্ট কম রিকমেন্ড করা এবং কিশোর-কিশোরীদের অ্যাকাউন্ট জন্য বিষয়বস্তু ফিল্টার করা।

মানুষ প্ল্যাটফর্মে বিভিন্ন ভাবে নিজেদের প্রকাশ করতে চায়। জীবনের কঠিন সময়ে নিজেকে প্রকাশ বা কিছু অভিজ্ঞতা করার ইচ্ছা অন্য সময়ের চেয়ে ভিন্ন হতে পারে। এমন সব দিক ভেবে টিকটক নেতিবাচক বিষয়বস্তু প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলে এবং শিক্ষামূলক বিষয়বস্তুকে তুলে ধরে।

গতবছরে টিকটক সর্বমোট ১৫টি আপডেট এনেছে এবং এর পাশাপাশি নানা ভাষাভাষীদের সুবিধার জন্যও কাজ করেছে। এই কার্যক্রমটি পরিচলনার জন্য যুক্ত থাকে প্লাটফর্মটির ট্রাস্ট, সেফটি ও প্রোডাক্ট টিম। এই কাজটির পেছনে পরামর্শক হিসেবে থাকে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর সুইসাইড প্রিভেনশন এবং বোস্টন চিলড্রেনস হাসপাতালের ডিজিটাল ওয়েলনেস ল্যাব। প্রতিনিয়ত নতুন অভিজ্ঞতা দেয়ার জন্য কনটেন্টের মধ্যে ভিন্নতা থাকা প্রয়োজন। এই লক্ষ্যকে সামনে রেখেই টিকটক এর সব প্রচেষ্টা অব্যাহত রাখছে।

(ঢাকাটাইমস/০৬এপ্রিল/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :