ধামইরহাটে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ ও মহড়া

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ১৪:৪৭ | প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২৩, ১৪:৪০

নওগাঁর ধামইরহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় পুলিশ সদস্যসহ প্রায় ৩৫ জন স্থানীয়য়রা অংশগ্রহণ করেন।

শনিবার বেলা ১১টায় পুলিশ সদস্য ও সাধারণ জনগণকে সচেতন করতে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে ধামইরহাট থানা চত্বরে এর আয়োজন করা হয়। মহড়ায় নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. ছয়ফুল ইসলাম।

ধামইরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ঢাকা টাইমসকে জানায়, বাসাবাড়িসহ বিভিন্ন জায়গায় অগ্নি সংযোগ ঘটলে ভুক্তভোগী ও এলাকাবাসীরা যেন খুব সহজেই আগুন নিভাতে পারেন সেই লক্ষ্যে প্রতি সপ্তাহের শনিবার মহড়া ও গণসংযোগের এটি একটি চলমান প্রক্রিয়া।

এসময় উপস্থিত ছিলেন, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক কাজী, ধামইরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার শফিউল ইসলামসহ ফায়ার সার্ভিস ও পুলিশের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা।

(ঢাকাটাইমস/৮এপ্রিল/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :