মৌলভীবাজারের জুড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
| আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ১৪:২৬ | প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২৩, ১২:২৩

মৌলভীবাজারের জুড়ীতে পানিতে ডুবে আড়াই বছরের এক শিশু মারা গেছে। বুধবার বিকেলে জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নওয়াবাজার দ্বহপাড়া গ্রামের রিকশাচালক আব্দুশ শুকুরের আড়াই বছরের শিশু লিছান আহমদ বুধবার বিকাল ৪টার দিকে পরিবারের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।

খবর পেয়ে পরিবারের লোকজন শিশুটিকে তুলে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিশুর চাচা শরিফ উদ্দিন জানান, আব্দুশ শুকুরের তিন মেয়ে ও ছোট একটি ছেলে রয়েছে। পরিবারের আদরের ছেলেটি সবার অজান্তে পুকুরে পড়ে গেলে পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডা. নিশাত জাহান সত্যতা স্বীকার করে জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :