ছোটবেলায় যেভাবে বৈশাখ পালন করতেন চিত্রনায়িকা মিম

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২৩, ০৯:৫৮

নানা আয়োজনে বাংলা নতুন বছরকে বরণ করছে গোটা দেশের মানুষ। দেশজুড়ে উৎসবের আমেজ। সাধারণ মানুষের পাশাপাশি সেই উৎসবে শামিল শোবিজ জগতের তারকারাও। তারাও নানাভাবে উদযাপন করছেন বাংলা নতুন বছরকে। তাদেরই একজন চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মিম।

বাঙালির সার্বজনিন এই উৎসবটা বড়দের থেকে ছোটদের কাছে বেশি আনন্দের বলে মনে করেন এই অভিনেত্রী। বাংলা ১৮৩০ সালে পা দিয়ে সেই ছোটবেলার বর্ষবরণের স্মৃতিচারণ করলেন মিম।

নায়িকা বলেন, ‘ছোটবেলায় পহেলা বৈশাখে ফ্রক পরতাম। এখন শাড়ি পরি। মনে পড়ে সেভেন-এইটের পর থেকে বৈশাখী মেলায় আর তেমন যাওয়া হতো না। তবে কুমিল্লাতে ঘুরে বেড়ানোর কিছু জায়গা ছিল। সেসব জায়গায় বন্ধুদের সঙ্গে বেড়াতে যেতাম। চড়কিতে উঠতাম। খাওয়া-দাওয়া হতো। খুব আনন্দ করতাম সে সময়।’

তবে এখন যে বৈশাখে কম আনন্দ করেন মিম, তা কিন্তু না। নায়িকা বলেন, ‘ছোটবেলার আনন্দ যেমন মিস করি তেমন এখনকার বৈশাখও এনজয় করি। করোনার আগে আমাদের মিডিয়াতে অনেকের একসঙ্গে গেট টুগেদার হতো। করোনার পর সেটা বন্ধ হয়ে গেছে। ওই গেট টুগেদারটা খুব এনজয় করতাম।’

নতুন বর্ষবরণের ভাবনা সর্ম্পকে মিম বলেন, ‘এবারের পহেলা বৈশাখটা পরিবারের সঙ্গে উদযাপন করব। যেহেতু রোজা চলছে, বন্ধুরা সবাই রোজা থাকে। তাই পরিকল্পনা করেছি সন্ধ্যায় সবাই আসবে, একসঙ্গে ইফতার করব। বাইরে কোথাও যাব না।’

অভিনেত্রী আরও জানান, ‘এবার গিফট পেয়েছি এবং দিয়েছি। আমার বরকে পাঞ্জাবি উপহার দিয়েছি। এবার যেহেতু বাসাতেই থাকবো, তাই যে ড্রেসে কমফোর্ট ফিল করব সেটাই পরব। সকালে শাড়ি এবং বিকালে কামিজ বা কুর্তি পরব।’

(ঢাকাটাইমস/১৪এপ্রিল/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :