কনওয়ের ফিফটিতে চেন্নাইয়ের জয়

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) দিনের একমাত্র ম্যাচে ডেভন কনওয়ের ফিফটিতে ৭ উইকেটের জয় পেল চেন্নাই সুপার কিংস। শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৩৪ রানে থামে সানরাইজার্স হায়দরাবাদ। জবাবে নেমে ৮ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় পেয়ে যায় চেন্নাই।
রান তাড়া করতে নেমে দুই ওপেনারের কল্যাণে দারুণ সূচনা পায় চেন্নাই। উদ্বোধনী জুটির ৮৭ রানের পার্টনারশিপেই জয়ের ভিত পেয়ে যায় দল। ৩০ বলে ৩৫ রান করেন ঋতুরাজ গায়কোয়াড। পরে ৯ রান করে আউট হন আজিঙ্কা রাহানে ও আম্বাতি রাইডু।
এদিকে মীন আলিকে নিয়ে জয় নিশ্চিত করেন ওপেনার ডেভন কনওয়ে। ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর ৭৭ রানে অপরাজিত থাকেন তিনি। আর মঈন আলি অপরাজিত থাকেন ৬ রানে।
এর আগে ম্যাচের শুরুতে টস জিতে সানরাইজার্স হায়দরাবাদকে ব্যাট করার আমন্ত্রণ জানান চেন্নাইয়ের দলনেতা মহেন্দ্র সিং ধোনি। ব্যাট করতে নেমে শুরুটা ভালোই ছিল হায়দরাবাদের। ওপেনিং জুটিতে ৪.২ ওভারে আসে ৩৫ রান। ১৩ বলে ১৮ রানে ফেরেন হ্যারি ব্রুকস। আর অভিষেক শর্মা ২৬ বলে করেন ৩৪ রান।
এরপর ২১ বলে ২১ রানে রাহুল ত্রিপাঠী ও ১২ বলে ১২ রানে দলনেতা এইডেন মারক্রাম আউট হলে রানে গতি মন্থর হয়ে যায়। সেই সঙ্গে চাপে পড়ে দল। শেষ পর্যন্ত আর চাপ সামলেই উঠা হয়নি। ১৬ বলে ১৭ রানে হেনরিক ক্লাসেন, ২ রানে মায়াঙ্ক ও ৯ রানে সুন্দর আউট হন। আর ১৭ রানে অপরাজিত থাকেন ক্লাসেন।
(ঢাকাটাইমস/২১এপ্রিল/এমএম)

মন্তব্য করুন