বন্ধুদের ঈদের শুভেচ্ছা জানাবেন, কী লিখবেন বুঝছেন না? রইল সমাধান

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ২২ এপ্রিল ২০২৩, ০৭:৪৩

দেখতে দেখতে চলে এলো খুশির ঈদ। দীর্ঘ এক মাস রোজা রাখার পর শনিবার দেশজুড়ে পালিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর। বিশেষ এই দিনে আপনার প্রিয় মানুষদের, বন্ধুদের শুভেচ্ছা বার্তা পাঠান।

কিন্তু কী লিখতে হবে শুভেচ্ছা বার্তায়, তা অনেকেই বুঝে উঠতে পারেন না। কী লিখলে মানুষটি খুশি হবেন, এ নিয়ে দ্বিধায় থেকে অবশেষে শুভেচ্ছাই জানানো হয় না। আপনার জন্য রইল ঈদের দিন পাঠানোর মত কয়েকটি শুভেচ্ছা বার্তা।

১। ঈদের দিনে তোমার সব ইচ্ছা যেন পূর্ণ হয় এবার। পবিত্র ঈদের অনেক শুভেচ্ছা জানাই তোমাকে। ঈদ মোবারক প্রিয় বন্ধু।

২। লাল গোলাপের ঊষ্ণ ভালোবাসা দিয়ে তোমাকে দাওয়াত জানাই ঈদের। ঈদ মোবারক প্রিয় বন্ধু।

৩। অনেক অনেক খুশি ঘিরে থাকুক তোমাকে, ঈদের শুভেচ্ছা জানাই তোমাকে। ঈদ মোবারক।

৪। নিজের পরিবারের সদস্যদের নিয়ে সবসময় খুশি থাকো বন্ধু। ঈদের দিন এটাই দোয়া করি আল্লাহর কাছে। ঈদ মোবারক।

৫। এই পবিত্র ঈদে আল্লাহর রহমত তোমার উপর নেমে আসুক। তোমার জীবন সুখ ও আনন্দে পূর্ণ হয়ে উঠুক, এটাই দোয়া করি। ঈদ মোবারক বন্ধু।

৬। এই পবিত্র ঈদ তোমাদের সবার জন্য খুশির বার্তা বয়ে আনুক, এটাই দোয়া করি। ঈদ মোবারক তোমাদের সবাইকে।

৭। এলো খুশির ইদ। সবার জীবনে আনন্দের বার্তা নিয়ে আসুক এই পবিত্র ঈদ। ঈদ মোবারক সবাইকে।

৮। এই ঈদের দিন সবার বাড়ি বাড়ি ভরে উঠুক আনন্দে আর সুখে। পবিত্র ঈদের দিন এটাই দোয়া করি সবার জন্য। ঈদ মোবারক বন্ধু।

৯। ঈদ আমাদের সবার জীবনে খুশির বার্তা নিয়ে আনুক। এটাই দোয়া করি আজ। পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই সবাইকে।

১০। ঈদ মানেই একরাশ খুশি আর আনন্দ। এই দিন থেকে সবার জীবন সুখের হোক। ঈদ মোবারক বন্ধু।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/এজে)

সংবাদটি শেয়ার করুন

ইসলাম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :