উত্তরায় সাবেক স্ত্রীর বাবার বাড়িতে ছাত্রলীগ নেতার গুলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ এপ্রিল ২০২৩, ১৫:৫৮
ছবি প্রতীকী

রাজধানীর উত্তরখান এলাকায় সাবেক স্ত্রীর বাবার বাড়িতে ঈদের আগের রাতে গুলি ছুঁড়েছেন ছাত্রলীগ নেতা। অভিযুক্ত ছাত্রলীগ নেতা মোহাম্মদ রিপনকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যাপ্রচেষ্টার অভিযোগে একটি মামলা করেছে ভুক্তভোগীর পরিবার।

শনিবার দুপুরে ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবুল কালাম।

কাজী আবুল কালাম ঢাকা টাইমসকে বলেন, ‘শুক্রবার দিবাগত রাতে একটি গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে হত্যাপ্রচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। আমরা তাকে গ্রেপ্তার করেছি।’

উত্তরখান থানা পুলিশের একটি সূত্র জানায়, গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর উত্তরখানের মুন্ডার অলংকার মোড়ের সামনে দাউদের বাড়িতে এসে গুলি করেন রিপন।

স্থানীয়রা ও ভুক্তভোগী পরিবার বলছে, চলতি বছরের জানুয়ারিতে প্রেমের সম্পর্কের পর রিপনের সঙ্গে বিয়ে হয় পুতুল নামের এক তরুণীর। বিয়ের মাসখানেক পর তাদের বিচ্ছেদ হয়। এরপর থেকে রিপনের অত্যাচার বেড়ে যায়। এর মধ্যে পুতুলকে তার পরিবার অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করলে সেখানে বাধার সৃষ্টি করেন রিপন।

ভুক্তভোগী তরুণীর বাবার বাড়িতে পরিদর্শন শেষে উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) ওয়ারেছ মিয়া গণমাধ্যমকর্মীদের বলেছেন, ‘পুতুল নামের ওই মেয়ের সঙ্গে রিপনের সম্পর্ক ছিল। সম্পর্কের অবনতি হলে রিপন তার বাড়িতে গিয়ে গুলি চালিয়েছে। রিপনের চালানো একটি গুলি দরজা ফুটো হয়ে দেওয়ালে লাগে। সেখানে বাধা পেয়ে গুলির একটি অংশ বিছানায় পড়েছে।’

ভুক্তভোগী পরিবারের সদস্যদের বরাত দিয়ে এসআই ওয়ারেছ বলেন, ‘গুলির শব্দ শুনে পুতুলের ভাই ঘর থেকে বের হয়। পরে তার সামনে দুই-তিন রাউন্ড গুলি করে চলে যায় রিপন।’

মোহাম্মদ রিপন হোসেন ঢাকা মহানগর উত্তরের উত্তরখান থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি। তিনি উত্তরখানের আটি পাড়া আনসার ভিডিপি ব্যাংকের পেছনের বাড়ির আরিফ হোসেন ও নুর জাহান বেগম দম্পতির ছেলে। বর্তমানে রাজনীতির পাশাপাশি রাজবাড়ী থেকে তেরমুখ এলাকা পর্যন্ত ড্রেজারের ব্যবসা করেন তিনি।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/এএ/এফএ)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :