বেঙ্গালুরুকে ব্যাটিংয়ে পাঠাল রাজস্থান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) দিনের প্রথম ম্যাচের শুরুতে টস জিতে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ব্যাট করার আমন্ত্রণ জানালেন রাজস্থান রয়েলসের দলনেতা জস বাটলার। ফলে কিছুক্ষণের মধ্যেই ব্যাটিংয়ে নামবে বিরাট কোহলিরা।
বেঙ্গালুরু একাদশ:
বিরাট কোহলি(অধিনায়ক), ফাফ ডু প্লেসি, শাহবাজ আহমেদ, গ্লেন ম্যাক্সওয়েল, মহীপাল লমরর, দিনেশ কার্তিক, সুহাস প্রভুদেশাই, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ডেভিড উইলি, বিজয় কুমার ভিসাক ও মোহাম্মদ সিরাজ।
রাজস্থান একাদশ:
জস বাটলার, জয়সওয়াল, সাঞ্জু স্যামসন(অধিনায়ক), দেবদূত পাড্ডিকাল, ধ্রুব জুরেল, শিমরন হ্যাটমায়ার, রবিচন্দ্রন অশ্বিন, জেসন হোল্ডার, ট্রেন্ট বোল্ট, সন্দ্বীপ শর্মা ও যুজবেন্দ্র চাহাল।
(ঢাকাটাইমস/২৩এপ্রিল/এমএম)

মন্তব্য করুন