চাঁপাইনবাবগঞ্জে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৩, ১৬:০১
অ- অ+

চাঁপাইনবাবগঞ্জের শাজাহানপুর পশ্চিম পাঁড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার দুপুর ১টার দিকে শাজাহানপুর পশ্চিম পাঁড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দারিয়াপুর গ্রামের সাইফুলের ছেলে জাহিদ হোসেন (১৯), অপরজন হলেন শাহজাহানপুর ইউনিয়নের ইসলামপুর কাজিপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে মো. উমর ফারুক (১৭)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, একটি মোটরসাইকেলে দুই জন শাজাহানপুর যাওয়ার পথে পশ্চিম পাঁড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনা স্থলে দুইজন মারা যায়।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবার যদি আইনি সহায়তা চান তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা