চলনবিলে বোরো ধান কাটা উদ্বোধন করলেন ইউএনও

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ এপ্রিল ২০২৩, ১৬:৩৮

শস্য ভান্ডার খ্যাত নাটোরের সিংড়ার চলনবিলে চলতি মৌসুমে বোরো ধান কাটা শুরু হয়েছে। বুধবার দুপুর ১২টায় পেট্রোলবাংলা পয়েন্ট এলাকায় মাঠে গিয়ে বোরো ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিংড়ার নারী ইউএনও মাহমুদা খাতুন।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলামসহ প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা বলেন, এবছর সিংড়া উপজেলায় ৩৬ হাজার ৫৫০ হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদ হয়েছে। বিগত বছরের তুলনায় পোকা-মাকড়ের আক্রমণ কম ও ফলনও ভালো। প্রতি বিঘা জমিতে শুকনো অবস্থায় ২৪-২৫ মণ করে বোরো ধান হচ্ছে। ঝড়ো বৃষ্টির সম্ভাবনা থাকায় সকল কৃষককে কম্বাইন্ড হারভেস্টার ব্যবহার ও ৮০ ভাগ ধান পাকলেই কেটে ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/২৬এপ্রিল/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :