ডিএমপির ছয় কর্মকর্তাকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ছয় কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বদলি কর্মকর্তাদের মধ্যে দুজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এবং চারজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
শনিবার ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত পৃথক অফিস আদেশ এ বদলি করা হয়।
বদলি কর্মকর্তাদের মধ্যে-অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি, ট্রেনিং) মাসুক মিয়াকে মিরপুর জোনের এডিসি, মিরপুর জোনের এডিসি মো. মাহবুবুর রহমানকে ডিএমপির এডিসি (ট্রেনিং) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া এসি পদমর্যাদার চার কর্মকর্তার মধ্যে-রমনা জোনের মো. বায়েজীদুর রহমানকে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে, শাহবাগ ট্রাফিক জোনের এসি মুহাম্মদ সালমান ফাসীকে রমনা বিভাগের এসি, গুলশানের জোনের এসি (পেট্রোল) শেখ মুত্তাজুল ইসলামকে শাহবাগ ট্রাফিক বিভাগে এবং ডিএমপির এসি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজকে ডিবি লালবাগ বিভাগের এসির দায়িত্ব দেওয়া হয়েছে।
(ঢাকাটাইমস/২৯এপ্রিল/এসএস/এসএম)

মন্তব্য করুন