সিরাজগঞ্জে বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ মে ২০২৩, ১৬:১৮| আপডেট : ০৫ মে ২০২৩, ১৬:৩৯
অ- অ+
ফাইল ছবি

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় লাইন পরিবর্তনের সময় একটি মালবাহী ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে এই স্টেশন হয়ে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

শুক্রবার দুপুর ২টার দিকে ঈশ্বরদি-বঙ্গবন্ধু সেতু রেলপথের উল্লাপাড়া স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডল ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুটি মালবাহী ট্রেন লাইন পরিবর্তন করার সময় লাইনচ্যুত হয়ে দুটি বগি উল্টে যায়। এতে উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এই কর্মকর্তা আরও বলেন, বগি দুটি উদ্ধারের জন্য ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন আসবে। উদ্ধারের পর রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

রেল যোগাযোগ স্বাভাবিক হতে কতক্ষণ সময় লাগতে পারে জানতে চাইলে তিনি বলেন, বগি উদ্ধার কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার।

(ঢাকাটাইমস/০৫মে/এসএ/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা