সরকারি হালট দখল করে খামার নির্মাণের অভিযোগ

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ মে ২০২৩, ০৯:৪১
অ- অ+

নেত্রকোনার কেন্দুয়ায় সাইডুলী নদীর পাড়ের অংশে সরকারি হালট দখল করে গরুর খামার ঘর নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে দেখা যায়, কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের কাউরাট গ্রামের সামনে সাইডুলী নদী থেকে হাওড়ে একটি নালা গিয়েছে। এই হালটটি নদীর পূর্ব পাড় সংলগ্ন সরকারি হালটের কিছু জায়গায় মো. ইমরান মিয়া নামে একজন একটি টিনের ঘর নির্মাণ করে খামার তৈরি করেছেন।

অভিযুক্ত ইমরান সরকারি হালটে খামার ঘর নির্মাণের কথা স্বীকার করে বলেন, আমি একজন ভূমিহীন যুবক। দরিদ্র পরিবার ও ভাইবোনের লেখাপড়ার খরচ যোগানোর জন্য ছাত্র অবস্থায় ২০১২ সালে ধার দেনা করে এই জায়গায় একটি পশু পালনের খামার করেছি।

সরকারি হালটে পশু পালনের সুযোগ দেওয়ার জন্য জেলা প্রশাসক বরবার একটি আবেদনও করেছেন বলে জানান তিনি।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় নাশকতা মামলায় বিএনপির ২১ নেতাকর্মী গ্রেপ্তার

কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন জানান, স্থানীয় লোকজনের অভিযোগে সরজমিনে সত্যতা পাওয়া গেছে। পরে তিন দিনের মধ্যে খামারের ঘরটি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। পরবর্তীতে আরও দুদিন সময় দেওয়া হয়। রবিবার আবার সরজমিনে গিয়ে দেখব। যদি ঘরটি সরিয়ে না নেওয়া হয় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২১মে/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিমানের ব্ল্যাক বক্স সম্পর্কে যেসব তথ্য জানলে অবাক হবেন
বিমান ভাসছে না, নিচে পড়ছে: পাইলট তৌকিরের শেষ বার্তা
নিহতের পরিবারকে ৫ কোটি টাকা দেওয়ার নির্দেশ: মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় হাইকোর্টের রুল
উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছে বিএমএসএফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা