রাবিতে প্রক্সি দিতে গিয়ে গ্রেপ্তার সমাজসেবা কর্মকর্তা

রাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ মে ২০২৩, ১৫:৪৭| আপডেট : ৩১ মে ২০২৩, ১৫:৫২
অ- অ+

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে শেখ আবু হানিফ নামে এক বিসিএস নন-ক্যাডার কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন। তিনি বরিশালের গৌরনদী উপজেলার সহকারী সমাজসেবা কর্মকর্তা।

রাবি ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের এ ইউনিটের পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে গ্রেপ্তার হন তিনি।

বুধবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও তদন্ত) বিজয় বসাক।

বিজয় বসাক বলেন, শেখ আবু হানিফের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়। তিনি ৩৮তম বিসিএসের নন-ক্যাডার কর্মকর্তা। তিনি বর্তমানে বরিশাল জেলার গৌরনদী উপজেলার সহকারী সমাজসেবা কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

আরও পড়ুন: ইউটিউব দেখে আমের বাগান করে সফল ভিপি মালেক

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বাদী হয়ে ভর্তি জালিয়াতি নিয়ে সাতটি মামলা করেছেন। এরমধ্যে ছয়টি মতিহার ও একটি চন্দ্রিমা থানায়। এসব মামলায় আমরা এ পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করেছি।

(ঢাকাটাইমস/৩১মে/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা