ব্রাজিলের প্রথম পছন্দ আনচেলত্তি

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০১ জুন ২০২৩, ১৫:০১

জাতীয় ফুটবল দলের কোচ পদে তিতের উত্তরসূরি হিসেবে এখনও ব্রাজিলের এক নম্বর পছন্দ রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি, এমনটাই নিশ্চিত করেছেন ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি এডনাল্ডো রড্রিগুয়েস।

২০২২ সালে কাতার বিশ্বকাপের পর কোচের পদ থেকে সড়ে দাঁড়ান তিতে। তারপর থেকেই নতুন কোচের সন্ধানে রয়েছে সেলেসাওরা। ব্রাজিলের জোড়ালো আগ্রহ সত্ত্বেও আনচেলত্তি বর্তমান চুক্তি অনুযায়ী ২০২৪ সালের জুন পর্যন্ত রিয়াল মাদিদেই থাকার ইচ্ছা পোষণ করেছেন।

রড্রিগুয়েস বলেছেন, ‘আনচেলত্তি এমন একজন কোচ যার মধ্যে নতুন নতুন প্রতিভা খেলানোর লক্ষ্য ও সাহস রয়েছে। অন্য কোন কোচের প্রতি আমি অশ্রদ্ধা করছিনা। ব্রাজিলেও অনেক কোচ রয়েছে যাদের প্রতি নজড় রয়েছে। এই পদের জন্য তারাও যোগ্য। কিন্তু আমাদের একটি পরিকল্পনা আছে যার সাথে আনচেলত্তির ভিশন পুরোপুরি মিলে যায়।’

এবারের মৌসুমে বার্সেলোনার কাছে লা লিগা ও ম্যানচেস্টার সিটির কাছে সেমিফাইনালে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা স্বপ্ন শেষ হয়ে গেলেও রিয়াল মাদ্রিদকে কোপা ডেল রে’র শিরোপা উপহার দিয়েছেন আনচেলত্তি।

ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে আনচেলত্তিকে রাজী করানোর ব্যপারে এখনো আশাবাদী রড্রিগুয়েস, ‘আমাদের মধ্যে এই আত্মবিশ্বাস আছে যে আমরা তাকে রাজি করাতে পারবো। লা লিগা শেষ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। যদিও ইতোমধ্যেই বার্সেলোনা শিরোপা নিশ্চিত করেছে। কিন্তু আমাদের মৌসুম শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাকে দলে পাবার ব্যপারে আমাদের আকাঙ্খা ধরে রাখতে হবে।’

(ঢাকাটাইমস/০১জুন/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :