মেসির পিএসজি ছাড়ার বিষয় নিশ্চিত করলেন গালতিয়ার

বহুদিন ধরেই লিওনেল মেসির পিএসজি ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছিলো। কিন্তু বারবার সেই গুঞ্জনকে গুঞ্জনই রেখে থেকে যান ফরাসি ক্লাবটিতেই। তবে এবার আর্জেন্টাইন তারকার পিএসজি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন খোদ কোচ ক্রিস্টোফার গালতিয়ার।
সাতবারের ব্যালন ডি’অর জয়ী প্রসঙ্গে গালতিয়ার বলেন, ‘আমি ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে কোচিং করানোর সুযোগ পেয়েছি। ক্লারমন্তের বিপক্ষে পার্ক দ্য প্রিন্সেসে অনুষ্ঠিতব্য ম্যাচটিই হতে যাচ্ছে লিওর (মেসির) শেষ ম্যাচ।’
পিএসজি ছাড়লে মেসির গন্তব্য কোথায় হবে, সেটা নিয়ে রয়েছে দ্বিধা। বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারকে দলে টানতে উঠে-পড়ে লেগেছে সৌদির আল হিলাল ও আমেরিকান ক্লাব ইন্টার মিয়ামি। আবার পুরোনো ক্লাব বার্সেলোনাও চাইছে তাকে দলে নিতে।
ফরাসি গণমাধ্যম বলছে, মেসির জন্য ইন্টার মায়ামির সঙ্গে একটি কনসোর্টিয়ামে যাওয়ার প্রস্তাব দিয়েছে বার্সেলোনা। আবার আল হিলালের সঙ্গে মেসির চুক্তি নিয়েও রয়েছে জোর গুঞ্জন।
(ঢাকাটাইমস/০১জুন/এমএম)

মন্তব্য করুন