আলফাডাঙ্গায় মৎস্যজীবী লীগের নতুন কমিটি

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ জুন ২০২৩, ২২:৫১
অ- অ+

ফরিদপুরের আলফাডাঙ্গায় মৎস্যজীবী লীগের ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আব্দুস সোবহান ও সাধারণ সম্পাদক মো. ফরিদ মিয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির কথা জানানো হয়।

কমিটিতে মো. ইরান মোল্যাকে আহ্বায়ক, লিটন বিশ্বাস, মো. ইকলাস ফকির ও মো. ইসমাইল হোসেনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া ২৭ জনকে সদস্য করে মোট ৩১ বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নতুন দায়িত্ব পেয়ে কমিটির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কসহ অন্যান্য সদস্যরা দলের জেলা শাখার সভাপতি আব্দুস সোবহান ও সাধারণ সম্পাদক মো. ফরিদ মিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সেইসঙ্গে তারা যেন নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন সে ব্যাপারে সবার কাছে দোয়া চেয়েছেন।

(ঢাকাটাইমস/০১জুন/এমআই/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৩’-এর বিজয়ীদের নাম ঘোষণা 
আমরা বারবার সাপ-লুডুর কাটায় পড়ে নিচে নামি: নজরুল ইসলাম খান
রাঙ্গুনিয়ার পলাতক আওয়ামী লীগ নেতা আইয়ুব গ্রেপ্তার
স্বাস্থ্যখাত এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে: ডা. রফিকুল ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা