ব্রিকসে ইরানের সম্ভাব্য যোগদানকে স্বাগত জানিয়েছে সদস্য রাষ্ট্রগুলো

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুন ২০২৩, ১৬:৫০
অ- অ+
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান

ইরানের ভূ-রাজনৈতিক অবস্থান এবং সামর্থ্যের পরিপ্রেক্ষিতে ব্রিকসের প্রধান সদস্যরা এই জোটে ইরানের যোগদানকে স্বাগত জানিয়েছে। শুক্রবার কেপটাউনে সাংবাদিকদের এ কথা বলেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।

গত বছরের ২৭ জুন উদীয়মান অর্থনীতিক জোট ব্রিকসের সদস্য হওয়ার জন্য আবেদন জানিয়েছিল ইরান।

দেশটির শীর্ষ কূটনীতিক দক্ষিণ আফ্রিকার রাজধানীতে ফ্রেন্ডস অব ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তার পূর্বে অংশগ্রহণের সাফল্যের বর্ণনা করছিলেন। অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ব্রিকস জোটের মধ্যে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যা রয়েছে এই জোটের সদস্য দেশগুলোতে এবং বিশ্ব অর্থনীতির এক-পঞ্চমাংশের প্রতিনিধিত্ব করে তারা।

শুক্রবার কেপটাউনে সাংবাদিকদের আমির আব্দুল্লাহিয়ান বলেন, ‘ইরানের ভূ-রাজনৈতিক অবস্থান ও বিদ্যমান সক্ষমতা বিবেচনায় নিয়ে ব্রিকসের মূল সদস্য রাষ্ট্রগুলো এই সংস্থায় যোগ দেয়ার ব্যাপারে ইরানকে স্বাগত জানিয়েছে।’

তিনি আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি ইরানের অবস্থান তুলে ধরতে সক্ষম হয়েছেন। ইরানের সদস্য পদ নিশ্চিত করার জন্য একটি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে বলে তিনি জানান।

শক্তিশালী এই জোটে যোগ দেয়ার জন্য যেসব দেশ বিশেষভাবে তৎপর হয়ে উঠেছে ইরান তাদের অন্যতম। এছাড়াও জোটে যোগদানের জন্য আলজেরিয়া, আর্জেন্টিনা, সৌদি আরব, তুরস্ক, মিসর এবং আফগানিস্তান, ইন্দোনেশিয়ার মতো দেশ গুলো অগ্রহী।

সদস্যপদ পাওয়ার জন্য অন্যান্য সম্ভাব্য প্রতিযোগীদের মধ্যে রয়েছে কাজাখস্তান, নিকারাগুয়া, নাইজেরিয়া, সেনেগাল, থাইল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাত। গত বছরের মে মাসে অনুষ্ঠিত ব্রিকস সম্প্রসারণ সংলাপ সভায় তাদের সকলের অর্থমন্ত্রীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৩জুন/এসএটি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাইবান্ধায় আ.লীগের আইনবিষয়ক সম্পাদক গ্রেপ্তার
অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ১৮তম আসর
অনতিবিলম্বে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা হোক: ডা. জাহিদ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার, সবাইকে ধৈর্য ধরার আহ্বান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা