ব্রিকসে ইরানের সম্ভাব্য যোগদানকে স্বাগত জানিয়েছে সদস্য রাষ্ট্রগুলো

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ জুন ২০২৩, ১৬:৫০
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান

ইরানের ভূ-রাজনৈতিক অবস্থান এবং সামর্থ্যের পরিপ্রেক্ষিতে ব্রিকসের প্রধান সদস্যরা এই জোটে ইরানের যোগদানকে স্বাগত জানিয়েছে। শুক্রবার কেপটাউনে সাংবাদিকদের এ কথা বলেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।

গত বছরের ২৭ জুন উদীয়মান অর্থনীতিক জোট ব্রিকসের সদস্য হওয়ার জন্য আবেদন জানিয়েছিল ইরান।

দেশটির শীর্ষ কূটনীতিক দক্ষিণ আফ্রিকার রাজধানীতে ফ্রেন্ডস অব ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তার পূর্বে অংশগ্রহণের সাফল্যের বর্ণনা করছিলেন। অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ব্রিকস জোটের মধ্যে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যা রয়েছে এই জোটের সদস্য দেশগুলোতে এবং বিশ্ব অর্থনীতির এক-পঞ্চমাংশের প্রতিনিধিত্ব করে তারা।

শুক্রবার কেপটাউনে সাংবাদিকদের আমির আব্দুল্লাহিয়ান বলেন, ‘ইরানের ভূ-রাজনৈতিক অবস্থান ও বিদ্যমান সক্ষমতা বিবেচনায় নিয়ে ব্রিকসের মূল সদস্য রাষ্ট্রগুলো এই সংস্থায় যোগ দেয়ার ব্যাপারে ইরানকে স্বাগত জানিয়েছে।’

তিনি আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি ইরানের অবস্থান তুলে ধরতে সক্ষম হয়েছেন। ইরানের সদস্য পদ নিশ্চিত করার জন্য একটি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে বলে তিনি জানান।

শক্তিশালী এই জোটে যোগ দেয়ার জন্য যেসব দেশ বিশেষভাবে তৎপর হয়ে উঠেছে ইরান তাদের অন্যতম। এছাড়াও জোটে যোগদানের জন্য আলজেরিয়া, আর্জেন্টিনা, সৌদি আরব, তুরস্ক, মিসর এবং আফগানিস্তান, ইন্দোনেশিয়ার মতো দেশ গুলো অগ্রহী।

সদস্যপদ পাওয়ার জন্য অন্যান্য সম্ভাব্য প্রতিযোগীদের মধ্যে রয়েছে কাজাখস্তান, নিকারাগুয়া, নাইজেরিয়া, সেনেগাল, থাইল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাত। গত বছরের মে মাসে অনুষ্ঠিত ব্রিকস সম্প্রসারণ সংলাপ সভায় তাদের সকলের অর্থমন্ত্রীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৩জুন/এসএটি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

‘কর্মী-সম্পদ ও ভারত সরকারের সহযোগিতার অভাবে’ দিল্লিতে কার্যক্রম বন্ধ আফগান দূতাবাসের

শেষ মুহূর্তে শাটডাউন থেকে বাঁচল যুক্তরাষ্ট্র

মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচনে চীনপন্থী প্রার্থী জয়ী

১৮৮২ সালের পর আর্দ্রতম সেপ্টেম্বর পার করল নিউইয়র্ক, আকস্মিক বন্যায় জরুরি অবস্থা ঘোষণা

জিম্বাবুয়েতে খনি ধসে নিহত ৬, আটকা পড়েছে ১৫ জন

‘মানবাধিকার লঙ্ঘন’: নিকারাগুয়ার ১০০ কর্মকর্তার ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা

পাকিস্তানে আরেক জায়গায় বোমা হামলায় নিহত ৫

গ্রিসের এক গুহা পরীক্ষার পর চোখ কপালে গবেষকদের

পাকিস্তানে বোমা হামলায় নিহত ৫২

সাবেক ওয়াগনার কমান্ডার ট্রোশেভের সঙ্গে দেখা করলেন পুতিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :