মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুন ২০২৩, ২২:১৫| আপডেট : ০৩ জুন ২০২৩, ২৩:১০
অ- অ+

পহেলা জুন দেশব্যাপী পালিত হয় মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী৷ এই অনুষ্ঠানটি একইসাথে উৎযাপিত হয় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়, দুটি ফ্যাক্টরি এবং ২০৫ টি শো-রুমসহ দেশব্যাপী ৫,০০০ এরও বেশি সদস্যদের নিয়ে।

বৃহস্পতিবার বিকেলে মিনিস্টার গ্রুপের প্রধান কার্যালয়ে গ্রুপটির চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ (এফাবসিসিআই এর সহ সভাপতি) ও ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা তনু'র উপস্থিতিতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহুমান এর পরিচালনায় দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন কোম্পানির নির্বাহী পরিচালক, পরিচালক ,মহা-ব্যবস্থাপক,সকল স্তরের কর্মীবৃন্দসহ বিশিষ্ট সম্মানিত ব্যক্তিরা। দোয়া মাহফিল শেষে উপস্থিত সকল স্তরের কর্মী, শুভাকাঙ্ক্ষী এবং ভার্চুয়ালি সংযুক্ত হয়ে দেশের সকল স্তরের কর্মীদের সাথে একযোগে শুভেচ্ছা বিনিময় করেন গ্রুপের চেয়ারম্যানসহ ঊর্ধতন কর্মকর্তারা।

এছাড়াও ত্রিশালস্থ মিনিস্টার হাই-টেক পার্ক ইলেকট্রনিক্স লিমিটেড ও গাজীপুরস্থ মাইওয়ান ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিস লিমিটেড এবং মিনিস্টার হিউম্যান কেয়ারের ফ্যাক্টরিসহ দেশব্যাপী সকল শো-রুমে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে দিনব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়৷

এসময় গ্রুপটির চেয়ারম্যান তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘দীর্ঘ পথ পেরিয়ে মিনিস্টার-মাইওয়ান গ্রুপ আজ ২১ বছরে। এ দেশের মানুষের আমাদের ব্র্যান্ডের প্রতি ভালোবাসা ও সমর্থন ছাড়া এত দীর্ঘ যাত্রা সম্ভব হতো না । দেশের মানুষের এই আস্থা এবং ভালোবাসাকে পুঁজি করে আমরা আরো এগিয়ে যেতে চাই। মিনিস্টার গ্রুপের এই ২১ বছরের পথযাত্রায় পাশে থাকার জন্য সকল কর্মকর্তা-কর্মচারী, ডিলার, গ্রাহক ও শুভানুধ্যায়ীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি।’

(ঢাকাটাইমস/০৩জুন/এমএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঈদযাত্রা: ট্রেনে ২৬ মার্চের টিকিট পাওয়া যাচ্ছে আজ
বরিশালে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা
খুলনায় দৃর্বৃত্তদের গুলিতে হত্যা মামলার আসামি নিহত
আলোচিত আবরার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আপিল ও ডেথ রেফারেন্সের রায় আজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা