কিরগিজস্তানে অভ্যুত্থান চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৩০

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ জুন ২০২৩, ১৭:২৫
অ- অ+

কিরগিজস্তানে অভ্যুত্থান পরিকল্পনার অভিযোগে ৩০ জনেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে। জাতীয় নিরাপত্তা সেবা মঙ্গলবার এ কথা জানিয়েছে।

রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্কযুক্ত মধ্য এশিয়ার দরিদ্র দেশটি ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভের পর দুর্নীতি, স্বজনপ্রীতি এবং বিতর্কিত ভোটের কারণে সৃষ্ট রাজনৈতিক সংকটের প্রেক্ষিতে তিনজন প্রেসিডেন্ট পদত্যাগ প্রত্যক্ষ করেছে।

রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা জিকেএনবি বলেছে, জোর করে ক্ষমতা দখলের জন্য দাঙ্গা সংগঠিত করার পরিকল্পনাকারী একদল লোকের প্রস্তুতি বানচাল করে দেয়া হয়েছে। এ অভিযোগে সোমবার ৩০ জনের বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেলের কিরগিজস্তান সফরের কয়েকদিন পর এই গ্রেপ্তারের ঘটনা ঘটল। মিশেলের কিরগিজস্তান সফরের সময়ে প্রেসিডেন্ট সাদির জাপারভ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে তার প্রস্তুতির বিষয়ে অঙ্গীকার করেছিলেন।

(ঢাকাটাইমস/৬জুন/এসএটি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ একজন
খুশি কম্পোজি-কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্টের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা