সংসদে বিদ্যুৎ নিয়ে বক্তব্য: ট্রল না করে ধৈর্য ধরার আহ্বান মমতাজের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ জুন ২০২৩, ১২:৩৬ | প্রকাশিত : ০৭ জুন ২০২৩, ১২:১৫

বিদ্যুৎ নিয়ে সংসদে দেয়া তার বক্তব্য নিয়ে ট্রল না করে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর-সদরের আংশিক) আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম। একইসঙ্গে বিদ্যুৎখাতে সরকারের উন্নয়ন নিয়ে জাতীয় সংসদে দেয়া তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন না করার অনুরোধও করেন।

মঙ্গলবার দিবাগত রাত ১টা ১২ মিনিটের দিকে এক ফেসবুক লাইভে এসে এসব কথা বলেন কণ্ঠশিল্পী মমতাজ।

এই সংসদ সদস্য বলেন, ‘ফেসবুকে ঢুকেলেই দেখি আমার বিরুদ্ধে বিদ্যুৎ নিয়ে নানা ধরনের প্রোপাগান্ডা ও মিথ্যাচার। এটা নিয়ে আপনাদের বিবেক কী একটুও নাড়া দেয় না? এ ধরনের প্রোপাগান্ডা থেকে দূরে থাকবেন। মিথ্যাকে আশ্রয়-প্রশ্রয় দেবেন না। ধৈর্য ধরুন, আমাদের সঙ্গে থাকুন।’

তিনি বলেন, ‘আজকে সাময়িক একটা কষ্টের মধ্যে সারাদেশের মানুষ পড়েছি, সেটা হলো বিদ্যুৎ। বিদ্যুৎ নিয়ে দেশবাসী যেমন কষ্ট আছে, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার এবং ইউটিউবে নানা ধরনের কথা, আলোচনা-সমালোচনা ও প্রোপাগান্ডা চালানো হচ্ছে তা নিয়ে আমিও বিব্রত হচ্ছি।’

মমতাজ বলেন, ‘যেহেতু আমি এমপি, কাজ করতে হলে আমার এলাকায় কী কী কাজ করেছি, কী কাজ করা বাকি আছে, সেগুলো বলার একটি জায়গা হলো সংসদ। সংসদে আমি অনেক বক্তব্য দেই। তার দুই-একটি কথা ধরে অনেকেই এটার সমালোচনার ঝড় তুলেছেন এ কষ্টের মধ্যে। কারণ বিদ্যুৎ থাকছে না, বিদ্যুতের কষ্টটা সবাই পাচ্ছি। সেটা কম-বেশি। সবার ঘরেই কিন্তু আজকে এ সমস্যাটা আছে।’

বিদ্যুতের এই সমস্যাকে সাময়িক উল্লেখ করে মমতাজ বলেন, ‘আপনারা জানেন যে, বিশ্বের কী অবস্থা। বড় বড় দেশও হিমশিম খাচ্ছে। বাংলাদেশ তো ছোট্ট একটা দেশ। সেখানে সরকার চেষ্টা করছে, আমরাও চেষ্টা করছি। তারপরও আমাদের এ ধরনের সমস্যা মোকাবিলা করতে হচ্ছে। আমি বলব- সেটা যেন আমরা ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে পারি। আমাদের সৃষ্টিকর্তা আছেন, আল্লাহর কাছে একটু পানাহ চাইতে পারি।’

দ্রুত বিদ্যুৎ বিভ্রাট কাটিয়ে উঠতে সরকার চেষ্টা করছে জানিয়ে মমতাজ বলেন, ‘আপনারা জানেন, গতকালও বিদ্যুৎ প্রতিমন্ত্রী এসব নিয়ে বিবৃতি দিয়েছেন। প্রধানমন্ত্রীও কথা বলেছেন। সংসদে আলোচনা হচ্ছে। যে সমস্যাটা এ মুহূর্তে আছে, এটা সাময়িক। সরকার চেষ্টা করছে সাময়িক এ সমস্যা কাটিয়ে আমরা যেন আগামীতে বিদ্যুতের একটি সুন্দর পরিবেশ তৈরি করতে পারি।’

সংসদে বলা কথা প্রসঙ্গে মমতাজ বলেন, ‘হ্যাঁ, আমি কেন বলেছিলাম সংসদে, আপনারা জানেন, এটা তো মিথ্যা কথা নয় যে, বিদ্যুৎ যে হারে সরকার উৎপাদন করেছে, ঘরে ঘরে লাইন দিয়েছে। সত্যিকার অর্থে সরকার প্রশংসা কুড়িয়েছে। সেই প্রশংসা আমিও করেছি।’

তিনি বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় আগে ৩০ শতাংশ মানুষের ঘরে বিদ্যুৎ ছিল। আমি নির্বাচিত হয়ে দায়িত্ব পালনকালে শতভাগ মানুষের ঘরে বিদ্যুৎ দিয়েছি। একসময় এলাকায় গেলে গ্রামের মা-বোনেরা এসে বলতেন- আপা, কিছু চাই না। আমাদের বিদ্যুতের লাইন দেন, মিটার দেন। মিটারের অভাবে বিদ্যুৎ পাচ্ছি না। এই যে একটা সংকট ছিল তখন, সেটা কিন্তু আমরা সমাধান করেছি। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। মানুষ তখন খুশি হয়েছিল। সেজন্য সংসদে বলেছিলাম, মানুষ বিদ্যুৎ চাইতো। একসময় এ চাওয়ার ব্যাপারটা আর থাকবে না। সরকার যেভাবে বিদ্যুতের লাইন দিচ্ছে, উৎপাদন করছে, ঘরে ঘরে মিটার পৌঁছে দিচ্ছে।’

শ্রীলঙ্কা ও পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে মমতাজ বলেন, ‘আমরা কী জানতাম পাকিস্তানের এ অবস্থা হবে? শতভাগ শিক্ষিতের দেশ শ্রীলঙ্কা, সেই দেশের মানুষের এমন করুণ পরিস্থিতি হবে। আমরা কিন্তু জানতাম না। আমরা অনেক কিছুই জানি না। কখন যে কী হয়, সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানেন না। যখন আমি সংসদে কথাগুলো বলেছিলাম, সত্যিই আমাদের বিদ্যুতের অবস্থা এত সুন্দর ও ভালো ছিল। সে সময় শতভাগ বিদ্যুতায়ন আমার আসনে করেছি, মানুষকে বিদ্যুতের লাইন দিতে পেরেছি।’

তিনি আরও বলেন, লোডশেডিং পরিস্থিতি সাময়িক। এ পরিস্থিতিকে ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হবে। সবাইকে ধৈর্য ধারণ করতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। সরকারকে সহযোগিতা করতে হবে। কীভাবে বিদ্যুতের খরচ কমানো যায়, কীভাবে এ সংকট মোকাবিলা করা যায়, সে ব্যাপারে সবাইকে উদ্যোগ নিতে হবে। দোষারোপ করে, কাদা ছোড়াছুড়ি করে লাভ নেই। এগুলোতে ক্ষতি হবে, অশান্তি বাড়বে।’

(ঢাকাটাইমস/৭জুন/এলএম/এজে)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

নোয়াখালীতে দলীয় নির্দেশ উপেক্ষা করে বিএনপি নেতা আবেদের মোটরসাইকেল শোডাউন

ঢাবি ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক সানাউল্লাহ, সদস্যসচিব রাকিব

কিশোরগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপে জাতীয়তাবাদী প্রচার দলের আর্থিক অনুদান

বাংলাদেশে এই প্রথম আনন্দের সঙ্গে দুর্গোৎসব হচ্ছে: গয়েশ্বর

শ্যামপুর-কদমতলীর বিভিন্ন পূজামণ্ডপে বিএনপির অনুদান ও উপহার সামগ্রী বিতরণ

১৯ বছর পর দেশে ফিরছেন যুক্তরাজ্য বিএনপি নেতা মালিক

হত্যাকারীদের দ্রুত জামিন দেওয়া হচ্ছে, অভিযোগ আমিনুল হকের

জনগণ আশা করলেও কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো দেখা যাচ্ছে না: মান্না

গুজব ছড়িয়ে স্বৈরাচারের দোসররা বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে: নজরুল ইসলাম খান

যানজট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যার্থ, দায়িত্ব নিতে প্রস্তুত ইসলামী যুব আন্দোলন

এই বিভাগের সব খবর

শিরোনাম :