দেশের অর্থনীতির গভীরতা বাড়াতে হবে: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ জুন ২০২৩, ২২:১৫

বর্তমানে দেশে চকচকে অর্থনীতি আছে, কিন্তু গভীরতা কম। সামান্য ধুলা বাতাসে এটা কেঁপে ওঠে। এখন অর্থনীতির গভীরতা বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বুধবার রাজধানীর বনানীর এক হোটেলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আয়োজিত জাতীয় পরিসংখ্যান উন্নয়ন কৌশলপত্র (এনএসডিএস) প্রণয়ন শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ভারতের অর্থনীতি সামান্য ধুলা বাতাসে কেঁপে ওঠে না কারণ তাদের অর্থনীতির গভীরতা অনেক। আমাদের থেকে তাদের অর্থনীতির গভীরতা প্রায় ৫০ গুণ আর মানুষের গুনতিতে প্রায় ১২ গুণ। এ কারণে হাওয়ার দোলাটা তাদের একটু কম লাগে।’

অর্থনীতির গভীরতা বাড়াতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ভারতের এই অর্থনীতি এক দিনে হয়নি। শতবর্ষের প্রচেষ্টায় হয়েছে। আমরাও সেই প্রচেষ্টায় আছি। ভালোভাবেই আছি। আমাদের অর্থনীতিতে ওপরে যথেষ্ট চাকচিক্য এসেছে। এখন গভীরতা বাড়াতে হবে।’

অর্থনীতির গভীরতা বাড়ানোর জন্য কিছু কৌশল অনুসরণ করতে হবে। আমরা সেই কাজটাই করব যেটা করলে অর্থনীতির গভীরতা বাড়ে বলেও জানিয়েছেন এম এ মান্নান। তিনি বলেন, ‘এই মুহূর্তে অর্থনৈতিক চাপের মধ্য দিয়ে যাচ্ছি। ভয়ংকর মূল্যস্ফীতি এবং বিদ্যুতের সমস্যা। এটা মোকাবিলা করতে হবে। মোকাবিলার জন্য কিছু কৌশল ঠিক করা হয়েছে। খুব দ্রুতই বাস্তবায়ন করতে হবে। কৌশলগুলোর মধ্যে প্রধান উদ্দেশ্যই হলো ডলার বাড়ানো। অধিক পরিমাণে মার্কিন মুদ্রা আয় করতে হবে এবং জমাতে হবে।’

বিবিএসের জাতীয় পরিসংখ্যান উন্নয়ন কৌশলপত্র শীর্ষক প্রকল্প প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘পরিসংখ্যানের উন্নয়নে পরিসংখ্যানের গুরুত্ব বাড়ছে। যেকোনো তথ্যের জন্য পরিসংখ্যান আমাদের প্রধান অস্ত্র। যা দিয়ে জাতীয় উন্নয়ন পরিকল্পনা করা হয় এবং বাস্তবায়নে কাজে লাগে। ভবিষ্যতে গুরুত্ব আরও বাড়বে। এজন্য বিবিএসকে বিভিন্ন কাজ করতে হবে। কিন্তু প্রতিটি ক্ষেত্রে মিতব্যয়ী হতে হবে। মিতব্যয়ী মানে এমন নয় যে অর্থ খরচ করব না। তবে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এক টাকাও খরচ করলেও সেটার ফল যেন পাওয়া যায়। এজন্য কাজ সমাপ্তির পর মূল্যায়ন করাটা জরুরি।’

তিনি বলেন, ‘মূল্যায়ন দুভাবে করতে হবে। নিজেদের পাশাপাশি এবং অন্য কোনো স্বাধীন প্রতিষ্ঠান বা বিশেষজ্ঞদের মাধ্যমে মূল্যায়ন করতে হবে। যাতে প্রকল্পের মূল্যায়ন সঠিক ভাবে করা যায়।’

অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ‘বিবিএস যথেষ্ট স্বাধীনতা ভোগ করছে। মূল্যস্ফীতি বেশি হলেও প্রকাশ করে আবার কম হলেও প্রকাশ করে। আমরা কোনো চাপ দিই না। বিবিএস অনেক সঠিক ও সময়সাপেক্ষ তত্ত্ব দিচ্ছে। এখন অত্যন্ত গতিশীল ভাবে কাজ করছে বিবিএস। যারা গবেষণা করেন তারা বুঝতে পারেন। আমাদের ডাটা বিশ্বের বিভিন্ন সংস্থার সঙ্গে তুলনীয়।’ অংশীজনরা বলেন, বিবিএসের সক্ষমতা বৃদ্ধি করা জরুরি। কারণ তাদের ডাটা গ্যাপ অনেক বেশি। বিকেন্দ্রীকরণ করলেই হবে না। স্বায়ত্তশাসনের মধ্যে নিয়ে আসতে হবে।

বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক বলেন, বিশ্বব্যাংক-বিবিএস এক সঙ্গে কাজ করছে। বিবিএসের মাধ্যমে দেশের উন্নয়ন ও দারিদ্র্যের তথ্য নিচ্ছে বিশ্বব্যাংক। সার্বিক উন্নয়নে পরিসংখ্যান খুবই গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়ন, দক্ষতার মূল্যায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টির জন্য ডাটা দরকার। ডাটা মূলত বিবিএস থেকে জানতে পারছি। নীতিমালা প্রণয়নসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে সঠিক তথ্যের প্রয়োজন। এক দেশ এক তত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ। স্মার্ট বাংলাদেশ গঠনে শুদ্ধ, সঠিক ও সময়মতো তত্ত্ব তুলে আনতে হবে। সময় সময় এনএসডিএস আপডেট করা হয়েছে।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন বলেন, বিবিএসের অনেক সীমাবদ্ধতা আছে। তারপরও যথা সময়ে সঠিক তত্ত্ব দিতে প্রচেষ্টা অব্যাহত আছে। সঠিক তথ্য শুধু চাইলে হবে না। এটি পেতে কী ধরনের কৌশল দরকার সেটি গুরুত্বপূর্ণ। বিবিএসের প্রকল্পগুলোকে সাধারণ প্রকল্পের সঙ্গে একই ভাবে না দেখে বিশেষ ভাবে দেখতে হবে। এক্ষেত্রে সরকারের ভূমিকা বদলানো দরকার।

এনএসডিএস প্রকল্পের পরিচালক দিলদার হোসেন বলেন, গত দশ বছরে পৃথিবীতে আর্থসামাজিক ও জনমিতিক ক্ষেত্রে বহু পরিবর্তন বা রূপান্তর ঘটেছে। এমডিজি শেষে এসডিজি গৃহীত হয়। বাংলাদেশে অষ্টম পঞ্চ বার্ষিক পরিকল্পনা, ব-দ্বীপ পরিকল্পনা ও প্রেক্ষিত পরিকল্পনা (২০২১-৪১) গৃহীত হয়। ইতোপূর্বে প্রণীত এনএসডিএসের মেয়াদ প্রায় শেষ হওয়ায় এবং উন্নয়ন পরিকল্পনায় বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় নতুন বিষয় অন্তর্ভুক্তি এবং ভবিষ্যতের সম্ভাব্য প্রয়োজনীয়তাসমূহ বিবেচনায় এনে এনএসডিএস পুনর্বিন্যাস বা হালনাগাদ আবশ্যক।

ঢাকাটাইমস/০৭জুন/ইএস

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :