প্রত্যাবাসন বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে রোহিঙ্গাদের সমাবেশ

প্রত্যাবাসন বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গারা।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ১৩টি রোহিঙ্গা ক্যাম্পে একযোগে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে রোহিঙ্গা কমিউনিটি নেতারা বলেন, মিয়ানমারে নির্যাতন-নিপীড়ন, হত্যা, ধর্ষণ চলাকালীন প্রাণভয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছি।
বাংলাদেশ সরকার মানবিক কারণে আশ্রয় দিয়েছে, সে জন্য রোহিঙ্গারা কৃতজ্ঞ। এখানে দীর্ঘ ছয় বছর ধরে ক্যাম্পে বন্দিজীবনে আছি। আমরা দ্রুত মিয়ানমারে নিজ বসতভিটায় ফিরে যেতে চাই। এর জন্য আলোচনা চলছে। একটি মহল প্রত্যাবাসন বন্ধের ষড়যন্ত্র করছে বলে তারা অভিযোগ করছেন।
রোহিঙ্গা নেতারা বলেন, রোহিঙ্গারা নিজ দেশ মিয়ানমারে ফিরতে মরিয়া। নাগরিকত্ব প্রদান করে দ্রুত প্রত্যাবাসন জরুরি।
জাতিসংঘের দ্বৈতনীতির নিন্দা জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, রেশন কমিয়ে দেয়া, ফিরতে ইচ্ছুকদের রেশন বন্ধ রহস্যজনক। এর থেকে বিরত থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনে কাজ করার জন্য জাতিসংঘের আন্তরিক সহযোগিতা চেয়েছেন তারা।
একযোগে লম্বাশিয়া চৌরাস্তার মাথা ক্যাম্প-১ ইস্ট এবং ওয়েস্ট, ক্যাম্প-৪-এর সাত রাস্তার মাথা ক্যাম্প-৩, ৪, ৪ এক্সটেনশন, ক্যাম্প-৫-এর নিচে ঢালে, ক্যাম্প-৫ এবং ৮ ওয়েস্ট, ক্যাম্প-১৭, ক্যাম্প-৯ এর পোড়া বাজারের মাঠে (ক্যাম্প-৯, ক্যাম্প-১০, ক্যাম্প-৮ ইস্ট), ক্যাম্প-১১ মরাগাছ তলায় (ক্যাম্প-১২-সহ), ক্যাম্প-১৩-এর সিআইসি অফিসের পেছনে ফুটবল খেলার মাঠ, ক্যাম্প-১৯-এর সিআইসি অফিসের সামনে, ক্যাম্প-১৫-এর সিআইসি অফিসের পাশে (ক্যাম্প-১৪, ১৫, ১৬), ক্যাম্প-২০-এর সিআইসি অফিসের সামনে (ক্যাম্প-২০, ২০ এক্সটেনশন), ক্যাম্প-১৮-এর সিআইসি অফিসের সামনের রাস্তায়, ক্যাম্প-২৪-এর সিআইসি অফিসের সামনে, ক্যাম্প-২৬-এর সিআইসি অফিসের সামনে ক্যাম্প-২৭-এর সিআইসি অফিসের সামনে এসব মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
এর মধ্যে লম্বাশিয়া চৌরাস্তার মাথার সমাবেশে বক্তব্য দেন কমিউনিটি নেতা ডা. জুবায়ের, মাস্টার কামাল, মৌলভী নুর হোসেইন, মৌলভী ছৈয়দ উল্লাহ, মাস্টার শামসুল আলম প্রমুখ। ক্যাম্প-৪-এর সাত রাস্তার মাথার সমাবেশে বক্তব্য দেন আবদুল গফুর, রশিদ মিয়া। ক্যাম্প-৯-এর পোড়া বাজারের মাঠের সমাবেশে বক্তব্য দেন মান্নান হোসেন, জোবাইর ও রফিক উল্লাহ।
(ঢাকাটাইমস/৮জুন/এআর)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

সিদ্ধিরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় নিহত ৩

পঞ্চগড়ে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

বোরহানউদ্দিনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

দেশের উন্নয়ন চাইলে শেখ হাসিনাকে ভোট দিতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

রামগড়ে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত চেয়ে তিন সাংবাদিকের রিট

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: কাজী জাফরউল্লাহ

উত্তাল সমুদ্র, নিরাপদ আশ্রয়ে ফিরেছে শত শত মাছ ধরা ট্রলার
