জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে দোয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জুন ২০২৩, ২১:১৩
অ- অ+

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে মুকসুদপুর উপজেলার টেংরাখোলা মাঠে উপজেলা যুবদল ও ছাত্রদল যৌথভাবে এ আয়োজন করে।

আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষকই ছিলেন না, তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তাও ছিলেন। এদেশে জিয়ার জন্ম না হলে দেশে আজীবন বাকশালি শাসন চলতো। তারই সহধর্মিণী ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে আজ গণতন্ত্রের দুষমন আওয়ামী লীগ ষড়যন্ত্র করে অন্তরীণ করে রেখেছে।

সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাহিদ মিয়া, ননী গোপাল, মুকসুদপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক কামরুজ্জামান স্বপন, দুলাল বিশ্বাস, পৌরসভা যুবদলের আহবায়ক সাইফুজ্জামান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিপ্লব মিয়া, যুগ্ন আহবায়ক মোস্তফা গাজী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাবিবুর রহমান রুইন, মুকসুদপুর পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব আশিক মীর, মুকসুদপুর কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিনাল মাতুব্বর প্রমুখ।

(ঢাকাটাইমস/০৮জুন/জেবি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির কাছে সবার আগে বাংলাদেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব: মুন্না
শাহবাগ ছেড়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আন্দোলনকারীরা
ভৈরবে ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে তিন প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা 
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: মোদি-শেহবাজকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা