কায়েদ হুজুরের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
হযরত মাওলানা কায়েদ সাহেব হুজুরের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ঝালকাঠির রাজাপুর মাওলানা আযিযুর রহমান নেছারাবাদী হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ‘মানবিক মূল্যবোধ বিকাশে কায়েদ হুজুরের অবদান’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে মাওলানা আযীযুর রহমান নেছারাবাদী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল।
মাওলানা আযিযুর রহমান নেছারাবাদী হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. মুহাম্মদ মোসাদ্দেক হোসেন খানের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলার পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল। মূল আলোচক ছিলেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামি স্টাডিজ বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. শাহজাহান কবীর।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক দুলাল সাহা প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন নেছারাবাদ এন এস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ।
(ঢাকাটাইমস/১৫জুন/জেএ/এফএ)