সাত বছর আগের খুনের রহস্য উন্মোচন দাবি সিআইডির, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৭ জুন ২০২৩, ২২:৩৬ | প্রকাশিত : ১৭ জুন ২০২৩, ২২:৩১

সাত বছর আগে এক ব্যক্তিকে বিষ প্রয়োগ ও শ্বাসরোধ করে হত্যার রহস্য উন্মোচন করার দাবি করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কক্সবাজার জেলা। একজন ভ্যান চালকের সূত্রধরে একটি সালাহউদ্দিন নামের এক ব্যক্তির হত্যার রহস্য উদঘাটন করা হয়। এ ঘটনায় অভিযুক্ত ছালমা খাতুনকেও গ্রেপ্তার করেছে তদন্ত সংস্থাটি। শনিবার বেলা ১১টার দিকে কক্সবাজারের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার সন্ধ্যায় সিআইডির কক্সবাজার জেলার বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ সাহেদ মিয়া গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেন।

নিহত মো. সালাহউদ্দিন ওরফে আরিফ কক্সবাজার জেলার চকরিয়া থানার দক্ষিণ কোনাখালি গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

সিআইডির ভাষ্য, একজন ভ্যান চালকের সূত্র ধরে সিআইডি কক্সবাজার জেলা ২০১৬ সালের ক্লুলেস সালাহউদ্দিন ওরফে আরিফের খুনের রহস্য উদঘাটন করেছে। সালাহউদ্দিন আরিফকে বিষ প্রয়োগ সহ শ্বাসরোধ করে হত্যা করা হয়।

খুনের ঘটনায় সিআইডি কক্সবাজারের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ সাহেদ মিয়ার নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হাফিজ আল-আসাদ সঙ্গীয় অফিসার-ফোর্সসহ তদন্তে প্রাপ্ত আসামি ছলমা ওরফে ছালমা খাতুনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মামলার ঘটনা স্বীকার করে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।

সিআইডির দাবি, মামলার আগের তদন্তকারী কর্মকর্তা কক্সবাজার বাস টার্মিনালের একজন ভ্যান চালককে জিজ্ঞাসাবাদ করে মামলার ডকেটে নোট করেন। বাস টার্মিনালে বিভিন্ন দোকানে জিজ্ঞাসাবাদ করে ওই ভ্যান চালককে সনাক্ত করে তাকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। মামলার ঘটনায় জড়িত ওই ভ্যান চালকের দুই বোন ও কথিত বোন জামাইকে সনাক্ত করা হয়।

কক্সবাজারের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ সাহেদ মিয়া ঢাকাটাইমসকে বলেন,শনিবার বেলা ১১ টার দিকে কক্সবাজারের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ছালমা খাতুনকে গ্রেপ্তার করে সিআইডি। গ্রেপ্তারের পর সিআইডির জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ছালমা খাতুন ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

(ঢাকাটাইমস/১৭জুন/এএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

আনার হত্যার কারণ উদঘাটন করা যায়নি: ডিএমপি কমিশনার

রাজধানীতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

শাহজালালে নারী কেবিন ক্রুর কাছে মিলল দুই কেজি স্বর্ণ

আনার হত্যা: সেপটিক ট্যাংকে দেহাংশের মাংস প্রিজার্ভ ছিল

চায়ের বিলের ১৭ টাকা নিয়ে দ্বন্দ্ব, যুবককে হত্যা

সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাংকে মিলল আনারের খণ্ডিত দেহাবশেষ!

জমি কেনায় প্রায় শত কোটি টাকা কম দেখিয়েছেন বেসিক ব্যাংক খেকো সেই শেখ আবদুল হাই

কুষ্টিয়ার চাল ব্যবসায়ী বকুল হত্যামামলার ৬ আসামি ঢাকায় গ্রেপ্তার

সেলিম প্রধানের বাসায় হামলা: অভিযুক্তদের বিচার চেয়ে সংবাদ সম্মেলন

১৯৯ কোটি টাকা পাচার: বেসটেক টেলিকমের চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে মামলা

এই বিভাগের সব খবর

শিরোনাম :