তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা

নীলফামারী প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৯ জুন ২০২৩, ১২:০৪

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।

এতে দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। এছাড়া হঠাৎ তিস্তার পানি বৃদ্ধিতে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল ও চরের বসতবাড়িতে পানি উঠেছে।

সোমবার সকালে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে ৫২ দশমিক ২০ সেন্টিমিটার পানিপ্রবাহ রেকর্ড করা হয়। যা বিপৎসীমার দশমিক ৫ সেন্টিমিটার ওপরে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পরিমাপক নূরুল ইসলাম বলেন, গত কয়েকদিন থেকে পানি কমছে ফের বাড়ছে। বর্তমানে পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ডিমলা উপজেলার ছাতনাই এলাকার এক বাসিন্দা বলেন, প্রতিবারই নদীর পানি বাড়লে আমরা ডুবে যাই। এবারও দেখছি, তাই হচ্ছে। জানিনা পরে কী হবে।

চাপানি ইউনিয়নের চেয়ারম্যান একরামুল হক বলেন, সোনাখুলিতে ফসল ডুবে গেছে। গতবারও আমার এলাকার অনেক মানুষের ক্ষতি হয়েছে৷

আরও পড়ুন: টঙ্গীতে বেতন বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা বলেন, তিস্তার পানি বর্তমানে বিপৎসীমা অতিক্রম করে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে। তবে বন্যা মোকাবিলায় পানি উন্নয়ন বোর্ড প্রস্তুত আছে।

(ঢাকাটাইমস/১৯জুন/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :